Pradhan Mantri Rojgar Yojana: কন্যাশ্রী, রূপশ্রী অতীত! বেকারদের পাশে কেন্দ্র, লক্ষ লক্ষ টাকা দিয়ে খেল দেখাচ্ছে এই প্রকল্প

As a result of Pradhan Mantri Rojgar Yojana, unemployed youth will get huge amount of money: বর্তমানে দেশের চাকরির অবস্থা খুবই শোচনীয় এবং সেই কারণে বেকারত্বের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশের বেকার যুবকরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। চাকরি না পেয়ে আর হতাশ হতে হবে না দেশের বেকার যুবকদের। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শীঘ্রই চালু হচ্ছে একটি প্রকল্প (Pradhan Mantri Rojgar Yojana) যার মাধ্যমে দেশের বেকাররা সহজেই কর্মসংস্থান কিংবা ব্যবসা শুরু করতে পারে।

এই প্রকল্পের (Pradhan Mantri Rojgar Yojana)আওতায় দেশের সমস্ত বেকার যুবকরা স্বল্প সুদের হারের ব্যাঙ্ক থেকে ঋণ পেতে পারবেন। সেই ঋণের টাকা দিয়ে তারা নতুন ব্যবসা শুরু করতে পারবেন। এভাবে তাদের আর্থিক সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। তবে আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে আপনাকে বেশ কিছু নিয়ম এবং শর্ত মানতে হবে।

প্রধানমন্ত্রী রোজগার যোজনার (Pradhan Mantri Rojgar Yojana) আসল উদ্দেশ্য হল বেকার যুবকদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করা। এই প্রকল্পের ফলে নিজস্ব ব্যবসা শুরু করার জন্য স্বল্প সুদে লোন নিতে পারবে বেকার যুবকরা। বেকারত্ব হ্রাস করার জন্য এটি একটি উল্লেখযোগ্য আর্থিক সহায়তা প্রদান। দেশের বেকার যুবক এবং মহিলারা যাতে সহজেই নিজের ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারেন ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারেন তাই এই প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

কারা পাবেন এই প্রকল্পর (Pradhan Mantri Rojgar Yojana) সুবিধা? এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। দেশের অর্থনৈতিকভাবে দুর্বল যুবক-যুবতীদের স্বাবলম্বী করার জন্য এবং যাদের বার্ষিক আয় চল্লিশ হাজার টাকার মতো তাদের সুবিধার্থেই এই প্রকল্প। ১০-১৫ দিনের জন্য নিখরচায় প্রশিক্ষণ প্রদান করা হয় এই প্রকল্পের আবেদনকারীদের। এই প্রকল্পের আওতায় মূলত তফসিলি জাতি, তফসিলি জাতি, মহিলা এবং পিছিয়ে পড়া শ্রেণিতে থাকা (OBC) লোকজন সুবিধা পেতে পারবেন।

আপনি যদি প্রধানমন্ত্রীর যোজনা প্রকল্পের আওতায় ২৫ হাজার টাকা ঋণ নেন আপনাকে সুদ দিতে হবে ১২ শতাংশ। আবার ২৫ হাজার থেকে ১লাখ টাকা পর্যন্ত সুদের হার ১৫.৫ শতাংশ। লোনের পরিমাণ বাড়লে সাথে সাথে সুদের হারও বাড়বে। এই প্রকল্পে কিন্তু আবেদনকারী ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। কিন্তু কেন্দ্রীয় সরকার সুবিধাভোগীদের ১০ থেকে ২০শতাংশ ভর্তুকি দেয়। এই সুবিধা পেতে গেলে আপনাকে ওয়েবসাইটে গিয়ে ফর্মপূরণ করতে হবে। আবেদনকারীদর বয়স হতে হবে ১৮-৪০ বছর এবং তাকে কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বয়সের প্রমাণপত্র অন্তত ৩ বছরের পুরনো হতে হবে। মাত্র একবার আপনি আবেদন করতে পারবেন। আবেদনের সাথে আধার কার্ড , ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ব্যবসার বিবরণ, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।