নিজস্ব প্রতিবেদন : পাথর বোঝাই লরির সাথে মোটরবাইকের সংঘর্ষে মৃত ২ বাইক আরোহী, পাশাপাশি আহত ওই বাইকে থাকা আরও এক আরোহী। দুর্ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা ৬০ নম্বর জাতীয় সড়কের বেহাল দশাকে দায়ী করেছেন।
শনিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত নাকপুর চেকপোস্টের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় আহত বাইক আরোহীকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পাশাপাশি মৃত ২ আরোহীকেও রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। যদিও মৃতদের কোনো পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
উল্লেখ্য, দীর্ঘ কয়েক মাস ধরে বীরভূমের উপর দিয়ে বয়ে যাওয়া জাতীয় সড়কের অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে পড়েছে। যা নিয়ে গত ১১ ই ডিসেম্বর লোকসভায় প্রশ্ন তোলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দি রায়।