CAA ও NRC বিক্ষোভের জের, বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব আইনের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। সেই বিক্ষোভ শুক্রবার থেকে আরও বেশি জোড়ালো হয়। শনিবার একের পর এক ট্রেনে চলে অগ্নিসংযোগ। শনিবারের পর রবিবারও বিক্ষোভে তোলপাড় মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূমের একাধিক জেলা। রবিবারও বীরভূমের লোহাপুর স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়। লুট করা হয় স্টেশনের টাকা।

শুধু বীরভূম, উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর, আখড়ায়। বিক্ষোভের কথা মাথায় রেখে রাজ্যের বেশকিছু জেলায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি রেলের তরফ থেকে উত্তরবঙ্গ থেকে অধিকাংশ ট্রেন বাতিল করা হয়েছে। এমনটাই জানিয়েছে উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেল।

রেলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার, সোম ও মঙ্গলবার উত্তবরঙ্গ থেকে শিয়ালদহগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

এছাড়াও রেল সূত্রে খবর, হাওড়া থেকেও উত্তরবঙ্গে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি পূর্ব রেলের তরফ থেকেও ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।