ক্যাব ডাইভারদের বদমাইশির দিন শেষ, এসে গেল নয়া নিয়ম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জরুরী কাজে যাওয়ার জন্য বহু যাত্রীকেই আগে থেকে ক্যাব বুকিং করে রাখতে দেখা যায়। যাতে করে তারা নির্দিষ্ট সময়ে নিশ্চিন্তে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারেন। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় ক্যাব ডাইভাররা হঠাৎ জানিয়ে দেন যেতে পারবেন না। এর ফলে আপনার বুকিং বাতিল হয়ে যায় আর আপনাকে মহা সমস্যায় পড়তে হয়।

Advertisements

এরকম সমস্যার সম্মুখীন একজন দুজনকে হতে হয়েছে এমন নয়। অভিযোগ তুলতে দেখা যায় হাজার হাজার যাত্রীকে এমন সমস্যার সম্মুখীন হতে। এরই পরিপ্রেক্ষিতে এবার এমন এক নতুন নিয়ম চালু করা হলো যাতে আর এই ধরনের বুকিং করা রাইড বাতিল করা যাবে না। এমন বুকিং করার রাইড বাতিল করা হলে জরিমানা গুনতে হবে ক্যাব ড্রাইভারকে।

Advertisements

শুক্রবার অর্থাৎ ২৮ অক্টোবর থেকে এমন নিয়ম চালু করা হয়েছে তামিলনাড়ুতে। নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, যদি কোন চালক বুকিং করার রাইড বাতিল করেন তাহলে তাকে জরিমানা দিতে হবে। সেই জরিমানার পরিমাণ হতে পারে ৫০ টাকা থেকে ৫০০ টাকা। এই নতুন নিয়ম জারি করার ফলে ক্যাব ডাইভারদের বদমাইশি কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই নিয়ম দেশের সব জায়গায় চালু করার দাবি তোলা হচ্ছে যাত্রীদের একাংশের তরফ থেকে।

Advertisements

নতুন নিয়মে বলা হয়েছে, যদি কোন ক্যাব ড্রাইভার বুকিং করা রাইড বাতিল করেন অথবা গন্তব্যে পৌঁছাতে রাজি না হন তাহলে তাকে এই ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এই ব্যবস্থা বা নিয়ম চালু হওয়ার ফলে সুবিধা বাড়বে যাত্রীদের।

দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় ক্যাব ড্রাইভারদের গন্তব্যস্থল পছন্দ না হলে যেতে চান না। আবার অনেক ক্ষেত্রে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও অন্য কোন পছন্দমত গন্তব্যস্থল ফেলে আগের রাইড বাতিল করে দেন। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisements