CAA নিয়ে ভুয়ো পোস্ট করলেই কড়া ব্যবস্থা, চালু হলো হেল্পলাইন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ নিয়ে ইতিমধ্যেই উগ্র আন্দোলন ছড়িয়ে পড়েছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায়। বেশ কয়েক জায়গায় রেল অবরোধ, পথ অবরোধ করার পাশাপাশি করা হয়েছে ট্রেন ও যানবাহনে অগ্নিসংযোগ। যে কারণে বিপুল অর্থের ক্ষতির সম্মুখিন রেল থেকে রাজ্য। এমত অবস্থায় হিংসা থামাতে কড়া ব্যবস্থা রাজ্য পুলিশের।

Advertisements

রাজ্য পুলিশের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, যেকোনো ধরনের অশান্তির খবর দিয়ে চাওয়া যেতে পারে সহায়তা। খবর পেলেই রাজ্য পুলিশ ঝাঁপিয়ে পড়বে। যে কারণে রাজ্য পুলিশের তরফ থেকে চালু করা হয়েছে তিনটি হেল্পলাইন নাম্বার।পাশাপাশি জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করলেও নেওয়া হবে কড়া ব্যবস্থা।

Advertisements

সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যসচিব, রাজ্য পুলিশের DGP ও স্বরাষ্ট্র সচিবের মতো শীর্ষ কর্তাদের নিয়ে একটি আলোচনা হয়। তারপরেই চালু করা হয় এই তিনটি হেল্পলাইন নাম্বার।

Advertisements

নাম্বার গুলি হল (০৩৩) ২২১৪-৫৪৮৬, ২২১৪-৪০৩১, ২২১৪-১৯৪৬। এই নাম্বার গুলিতে যে কোন এলাকার অশান্তির খবর দেওয়া যাবে। পাশাপাশি ফোন করলে সাহায্য পাওয়া যাবে।

CAA নিয়ে যখন রাজ্য উত্তাল তখন রাজ্য পুলিশের কড়া বার্তা, সোশ্যাল মিডিয়ায় কোনরকম উস্কানিমূলক পোস্ট করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রাজ্য পুলিশ। কোনরকম গুজব যাতে ছড়ানো না হয় তার দিকেও নজর রাখছে পুলিশ।কোনরকম ভুয়ো ছবি অথবা ভিডিও যাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয় সেদিকেও নজর রাখছে পুলিশ।

Advertisements