নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে রেল পরিষেবা হলো গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন এই রেল পরিষেবার ওপর নির্ভর করে দেশের কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। ভ্রমণ হোক অথবা কাজ, আরামদায়ক এবং সস্তায় সফরের জন্য ট্রেনের উপরই অধিকাংশ মানুষকে নির্ভর হতে দেখা যায়।
গণপরিবহনের মেরুদন্ডের দিকে তাকিয়ে ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়ত এই রেল পরিষেবা কে আরো সুদূরপ্রসারী এবং সাজিয়ে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে। সুরক্ষা সহ অন্যান্য দিক দিয়ে নানান ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এবার নতুন একটি রেল লাইনের জন্য অনুমোদন দিল অর্থনীতি বিষয়ক কেবিনেট কমিটি।
নতুন যে রেলপথ তৈরি করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে সেই রেলপথটি তৈরি হবে তরঙ্গ হিল-আমবাজি-আবু রোডের মধ্যে। ১১৬.৬৫ কিমি নতুন রেলপথ তৈরি করবে রেল মন্ত্রক। এই রেলপথ তৈরি করার জন্য খরচ হবে ২৭৯৮.১৬ কোটি টাকা। এই রেলপথ তৈরি করার কাজ শেষ হবে আগামী ২০২৬-২৭ সালের মধ্যে। এই রেলপথ নির্মাণের কাজ শেষ হতে অন্ততপক্ষে ৪০ লক্ষ শ্রমদিবসের প্রয়োজন হবে।
৫১ শক্তি পিঠের মধ্যে যে সকল পিঠ রয়েছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হল আমবাজি। এখানে গুজরাট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি দিন অজস্র তীর্থযাত্রী আসেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই রেলপথ তৈরি হয়ে গেলে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সুবিধা হবে। এর পাশাপাশি এই রেলপথ তরঙ্গ পাহাড়ে অজিতনাথ জৈন টেম্পলে জৈনদের তীর্থস্থানে যাওয়ার ক্ষেত্রেও বড় সুবিধা হবে।
তবে শুধু তীর্থযাত্রীরা কেন, এই রেলপথ তৈরি হয়ে যাওয়ার পর সুবিধা বাড়বে গুজরাত, রাজস্থানের চাষি ও সাধারণ মানুষদেরও। তারাও এই রেলপথে যাতায়াত করার পাশাপাশি পণ্য পরিবহণ করতে পারবেন। আমেদাবাদ-আবু রোডের বিকল্প হিসাবেও এই রেলপথ কার্যকরী হবে।