নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণের জেরে বিপন্ন বিশ্ব। বিশ্বের পাশাপাশি বিপন্ন ভারত। আর এই জের থেকে দেশকে রক্ষা করতে এবার কোপ পড়ল সাংসদদের বেতনে। লোকসভা ও রাজ্যসভার সাংসদের ৩০ শতাংশ বেতন ছাঁটা হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। এই বেতন ছাঁটা হবে এক বছরের জন্য। আর এই বিষয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের অর্ডিন্যান্সে অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে সাংসদদের বেতন ও পেনশন (১৯৫৪) আইনের সংশোধন করা হয়েছে।
এই আইনের আওতায় পড়বেন দেশের সমস্ত সাংসদ, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও। যাদের প্রত্যেকের বেতন ৩০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অর্ডিন্যান্স অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও সংসদ শুরু হলেই এবিষয়ে আইন আনা হবে বলে জানা গিয়েছে। এদিন মন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত গ্রহণ হয়। এই অর্ডিন্যান্সটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই তা জারি হয়ে যাবে। আর এই নতুন নিয়ম ১লা এপ্রিল থেকেই চালু করার চিন্তা ভাবনাই রয়েছে কেন্দ্র। পাশাপাশি পেনশন ও ভাতার ক্ষেত্রেও এবার ৩০% ধার্য কমে যাবে।
সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেদকার। তিনি জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে সমাজ ও দেশের প্রতি আমাদের সকলের কর্তব্য রয়েছে। অন্যভাবে দেখতে গেলে সাংসদরা এটা ত্যাগ করছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপাল স্বেচ্ছায় তাদের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন। এই সকল পদাধিকারীদের বেতন প্রক্রিয়া যেহেতু ভিন্ন তাই ইনারা অর্ডিন্যান্সের আওতায় পড়ছেন না। তা সত্ত্বেও তাঁরা সামাজিক দায়িত্ববোধ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন।”
The President, Vice President, Governors of States have voluntarily decided to take a pay cut as a social responsibility. The money will go to Consolidated Fund of India: Union Minister Prakash Javadekar https://t.co/ExTFqVJTMa pic.twitter.com/xubj3ObqAn
— ANI (@ANI) April 6, 2020
প্রসঙ্গত, ভারতে এদিন শেষ রিপোর্ট পাওয়া অব্দি করোনা সংক্রামিত ব্যক্তিদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮২। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে পৌঁছে গেছে ১২৯ এ। আর এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার তথা দেশের আমজনতার মধ্যে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হতে শুরু করেছে।