Central Government announcement for farmers: সুখবর দিল কেন্দ্র, এবার কৃষকদের জন্য ঐতিহাসিক ঘোষণায়, লাভ বাড়বে ৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদন : লোকসভা নির্বাচনের আগে নতুন করে কেন্দ্র সরকারের কাঁটা হয়ে দাঁড়িয়েছে কৃষক আন্দোলন (Farmers Protest)। হরিয়ানা ও পাঞ্জাব সীমান্ত এলাকায় দিন দিন বাড়তে দেখা যাচ্ছে কৃষকদের ক্ষোভ আর সেই ক্ষোভকে ঘিরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে। তবে এসবের মধ্যেই এবার কেন্দ্রের তরফ থেকে সুখবর দেওয়া হল কৃষকদের (Central Government announcement for farmers) জন্য।

কৃষকদের তরফ থেকে নতুন করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে মূলত ১৩ ফেব্রুয়ারি থেকে। তাদের যে সকল দাবি দাওয়া রয়েছে তার মধ্যে অন্যতম হলো ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার পাশাপাশি আরও একাধিক দাবি-দাওয়া তাদের তরফ থেকে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন একাধিক বিক্ষোভকারী।

কৃষকদের নতুন করে এই আন্দোলনে মূলত হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকরা অংশগ্রহণ করলেও তাদের সঙ্গে আবার সঙ্গ দিচ্ছেন পশ্চিম উত্তর প্রদেশের শতাধিক কৃষক। কৃষকদের একাধিক কৃষক সংগঠন নিজেদের দাবি দেওয়া আদায়ের জন্য দিল্লি চলো ডাক দিয়েছে। তবে এমন পরিস্থিতিতে বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট বৈঠক সেরে ফেলা হয়। আর সেই ক্যাবিনেট বৈঠক শেষেই কৃষকদের জন্য সুখবর শোনানো হলো।

আরও পড়ুন 👉 PM Kisan Yojana News: কৃষকদের জন্য সুখবর! ‘এত’ টাকা বাড়তে পারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে

বুধবার রাতে ক্যাবিনেট বৈঠকের পর একগুচ্ছ ঘোষণা করা হলেও কৃষকদের জন্য ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কেননা যখন দেশের একাংশে কৃষক ক্ষোভ দানা বাঁধছে ঠিক সেই সময় কেন্দ্রের তরফ থেকে আখ চাষের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার ঘোষণা করা হলো। কেন্দ্র সরকারের ক্যাবিনেট বৈঠক শেষ হওয়ার পর এই সকল ঘোষণা করতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ২০২৪-২৫ অর্থ বর্ষের জন্য আখের ফেয়ার অ্যান্ড রেমুনারেটিভ প্রাইস তথা এফআরপি অর্থাৎ ন্যায্যমূল্য করা হল কুইন্টাল প্রতি ৩৪০ টাকা। এই বৃদ্ধি গত অর্থ বর্ষের তুলনায় ৮% বেশি। কৃষক আন্দোলনের মাঝে কেন্দ্র সরকারের তরফ থেকে এমন ঘোষণা ঐতিহাসিক বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।