মমতার মন্ত্রিসভায় রদবদল, কারা পেলেন কিসের দায়িত্ব, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মমতার মন্ত্রিসভায় (Mamata Cabinet) রদবদল হতে চলেছে এ নিয়ে জল্পনা আগেই তৈরি হয়েছিল। সেই জল্পনাতে সিলমোহর পরল মঙ্গলবার। মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে মঙ্গলবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই রদবদলে যেমন সদ্য প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির (Subrata Mukherjee) চেয়ার তুলে দেওয়া হল অন্য জনের হাতে, ঠিক তেমনই মেয়াদ শেষ করার পর অর্থমন্ত্রীর দায়িত্ব অমিত মিত্রের থেকে নিয়ে নতুন দায়িত্ব দেওয়া হলো তাকে।

Advertisements

পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হলো পুলক রায়কে। তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্বের পাশাপাশি পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব সামলাবেন।

Advertisements

পঞ্চায়েত মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হলো বেচারাম মান্নাকে। তিনি শ্রমদপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি এই মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।

Advertisements

অর্থমন্ত্রী হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দপ্তরের উপদেষ্টার দায়িত্ব পেলেন অমিত মিত্র (Amit Mitra)। পাশাপাশি অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

মানস ভুঁইয়ার হাতে তুলে দেওয়া হল ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব। তিনি জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে সামলানোর পাশাপাশি এই দপ্তরের দায়িত্ব সামলাবেন।

বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো রাষ্ট্রায়ত্ত্ব উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তরে। তিনি এই দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন।

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রকের দায়িত্ব সামলানোর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্তি দপ্তরের দায়িত্ব সামলাবেন শশী পাঁজা। তিনি এই দুই দপ্তরের মন্ত্রী হলেন।

Advertisements