নিজস্ব প্রতিবেদন : ঘুড়ি ওড়ানোর জন্য ব্যবহৃত মাঞ্জা সুতো এবং সিন্থেটিক সুতোর ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। এই নিষেধাজ্ঞা জারির পিছনে রয়েছে বেশ কয়েকটি দুর্ঘটনা। গত কয়েক বছরে দেখা গিয়েছে কলকাতা এবং শহরতলি এলাকায় এই চিনা মাঞ্জা সুতোয় আহত হয়েছেন একাধিক মানুষ। এমনকি প্রাণ হারানোর মতো ঘটনাও ঘটেছে। আর এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয় চিনা মাঞ্জা সুতো ব্যবহার বন্ধের জন্য।
চিনা মাঞ্জা সুতো ব্যবহার নিষিদ্ধ করার জন্য এর আগে ২৫ শে মার্চ রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে বিজ্ঞপ্তি জারি হলেও চিনা মাঞ্জা সুতো ব্যবহার কোন রকম ভাবে কমেনি বলে দাবি করেন এক আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে নতুন করে মামলা হয় হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।
রায় দেওয়ার পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে এ বিষয়ে রাজ্য সরকার যেন কড়া পদক্ষেপ নেয়। পাশাপাশি রাজ্যের মানুষকে সচেতন করে তোলার জন্য রাজ্য সরকার যেন ব্যাপকভাবে প্রচার করে।
তবে এর আগেই ২০১৬ সালে জাতীয় পরিবেশ আদালত গোটা দেশে চিনা মাঞ্জা তৈরি, বিক্রি, কেনা এবং ব্যবহার নিষিদ্ধ করে। এমনকি জাতীয় পরিবেশ আদালতের এই রায় বহাল রাখে দেশের শীর্ষ আদালত। কিন্তু তারপরেও এই সকল নিষেধাজ্ঞাকে বুড়োআঙ্গুল দেখিয়ে বছরের পর বছর ধরে বাজারে বিক্রি হয়ে আসছে ধারালো চিনা মাঞ্জা সুতো। আর মানুষ সেগুলি বিনোদনের জন্য ব্যবহার করতে গিয়ে অন্যান্যদের বিপদ ডেকে আনছেন দিনের পর দিন। এই জায়গায় লাগাম টানতে এবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে জারি করা হলো নিষেধাজ্ঞা।