ট্রাফিক আইন ভঙ্গকারীকে জরিমানা করার ক্ষেত্রে পুলিশকেও মানতে হবে আইন: হাইকোর্ট

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার থেকে উর্দিহীন কোন পুলিশ অফিসার ট্রাফিক আইন ভঙ্গকারী চালকের জরিমানা করতে পারবেন না। সাদা পোশাকে থাকাকালীন করা যাবে না কোন রকম আর্থিক জরিমানাও। সূর্যনীল দাসের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার ও ওআরএসের মামলায় এমনই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

Advertisements

Advertisements

পেশায় আইনজীবী সূর্যনীল দাস বিধাননগর (পূর্ব) পুলিশ অফিসার বিশ্বজিৎ দাসের নামে হাইকোর্টে মামলা করেন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ওই মামলার শুনানিতে এই নির্দেশ দেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে সতর্ক করে দেন।

Advertisements

সূর্যনীল দাস বৃহস্পতিবার জানান, ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারি মাসের শেষ দিক। বিধান নগর বিকে-বিএল পার্কের কাছে গাড়ি থামিয়ে তিনি কথা বলছিলেন। ওই সময় থানার একটি টহলদারি গাড়ি এসে দাঁড়ায়। সেখান থেকে দুইজন মধ্য বয়স্ক ব্যক্তি পুলিশ বলে পরিচয় দিয়ে তাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তাঁরা, তৃতীয় ব্যক্তির নির্দেশ তাঁর গাড়ির লাইসেন্স দেখতে চান।

সূর্যনীল জানান, তিনি পুলিশের পরিচয় পত্র দেখতে চান। তিনি আরও জানান, পুলিশ উর্দি না পরে থাকলে ড্রাইভিং লাইসেন্স চাইতে পারেন না। এরপর তাঁর কাছ থেকে জোর করে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেওয়া হয় এবং আর্থিক জরিমানাও করা হয়। আরও অভিযোগ করেন লাইসেন্স বাজেয়াপ্ত করেও সিজার লিস্ট দেওয়া হয়নি।

জরিমানার নথিতে জোর করে সই করিয়ে দেওয়া হয়। জরিমানার টাকা তখনই দিতে চাইলেও পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি লাইসেন্স ফেরত দেননি বলে দাবি করেন সূর্যনীল দাস। উল্টে থানায় নিয়ে গিয়ে তাকে লাইসেন্স ফিরিয়ে আনতে বলা হয়। ওই মামলার শুনানিতে সরকারি আইনজীবী আদালতে জানান, সূর্যনীল দাস নো পার্কিং বিধি মানেন নি। তবে তাঁর লাইসেন্স বিধাননগর (পূর্ব) থানার ওসি ফেরত পাঠিয়ে দিয়েছেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জানিয়ে দেন ওই অফিসার বেআইনি কাজ করেছেন।

Advertisements