ফোনে কথা বলার সময় এই কাজটি করলে হতে পারে জেল, লাগু নয়া নিয়ম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ মানুষের হাতে পৌঁছে গিয়েছে ফোন। শুধু ফোন বললেও ভুল হবে, কারণ বর্তমানে বিপুল সংখ্যক মানুষ ব্যবহার করেন স্মার্টফোন। এই স্মার্টফোনে রয়েছে অজস্র ফিচার।

Advertisements

স্মার্টফোনে থাকা অজস্র ফিচারের মধ্যে একটি ফিচার হলো কল রেকর্ডিং। বর্তমানে বহু স্মার্টফোন ব্যবহারকারী এই কল রেকর্ডিং করে থাকেন। কিন্তু জানেন কি, এই কল রেকর্ডিং করার অপরাধে জেলের ঘানি টানতে হতে পারে আপনাকে! কল রেকর্ডিং করার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম না মানলে জেলে যেতে হতে পারে ব্যবহারকারীকে।

Advertisements

ফোনে কথা বলার সময় অপর প্রান্তের কারোর কল রেকর্ডিং করা তার মৌলিক অধিকার লঙ্ঘনের সমান। যে কারণে এই কল রেকর্ডিং করার সময় অপরপ্রান্তে কথা বলা ব্যক্তির অনুমতি নিতে হবে। এই অনুমতি নেওয়া না হলে কোন ব্যক্তি এর বিরুদ্ধে আদালতে যেতে পারেন। এমনকি আপনার অনুমতি ছাড়া যদি কোন ব্যক্তি কল রেকর্ডিং করে থাকেন তাহলে আপনি তার বিরুদ্ধে এফআইআর করতে পারেন।

Advertisements

অনুমতি ছাড়া কল রেকর্ডিং ভারতীয় সংবিধানের ২১ ধারা লংঘন করে। এই ধারায় প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত তথ্য গোপনীয়তার অধিকার রয়েছে। যে কারণে কোনো ব্যক্তির অনুমতি ছাড়া কল রেকর্ডিং করা হলে তা বেআইনি হিসাবে বিবেচিত হবে। কল রেকর্ডিংয়ের মতই সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী কোন ব্যক্তির অনুমতি ছাড়া তার ছবি অথবা ভিডিও রেকর্ডিং করলেও তা বেআইনি।

বর্তমানে এই কল রেকর্ডিং নিয়ে নানান বিষয় উঠে আসার পরিপ্রেক্ষিতে Android ফোনে বন্ধ হয়েছে কল রেকর্ডিংয়ের থার্ড পার্টি কোন অ্যাপ। এই নিয়ম আসার পরিপ্রেক্ষিতে একমাত্র গুগোল ডায়ালারের মাধ্যমেই কল রেকর্ডিং হবে। এক্ষেত্রে কল রেকর্ডিং করার সময় সতর্কীকরণ বার্তা দেওয়া হয়।

Advertisements