Infinix phone: নতুন টেকনোলজি আনছে Infinix, নেটওয়ার্ক ছাড়াই হবে কল, এসএমএস

Calling or SMS can be done without network in Infinix’s new phone: সম্প্রতি ইতালির ভেনিস শহরে আয়োজিত হয়েছিল ইনফিনিক্সের ‘স্টোরি অন’ ইভেন্ট। এই ইভেন্টে ইনফিনিক্স তাদের নতুন স্মার্টফোন Zero 30 5G সামনে এনেছে। স্মার্টফোনের পাশাপাশি সংস্থা তাদের Zero Book ল্যাপটপও সামনে এসেছে। তবে এই ইভেন্টের বিশেষত্ব হলো, এখানে ইনফিনিক্স তাদের স্মার্টফোনে (Infinix phone) নতুন এক্সপ্লোরার স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি ব্যাবহার করার কথা ঘোষণা করেছে। কেমন হতে চলেছে সেই টেকনোলজির কার্যক্রম? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স ভেনিসে অনুষ্ঠিত ‘স্টোরি অন’ ইভেন্টে এক্সপ্লোরার স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজির একটি ডেমো ফোন প্রকাশ্যে এনেছে। ইনফিনিক্স Zero 30 5G ফোনের (Infinix phone) প্রোটোটাইপ ব্যবহার করে এই ডেমো দেখানো হয়েছে। এই টেকনোলজির বিশেষত্ব হলো, এটি ফোনের কোন রকম নেটওয়ার্ক ছাড়াই কল ও এসএমএস পাঠাতে পারবে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলেও এই প্রযুক্তি ব্যবহার করে মেসেজ ও ভয়েস কল করা যাবে।

এ বিষয়ে সংস্থা জানিয়েছে, “নতুন এক্সপ্লোরার স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি নির্ভরযোগ্যতা (Reliability), দক্ষতা (Proficiency) এবং ক্যাপাসিটি (Capacity) ভিত্তিক বেশ কয়েকটি উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে।” খুব সহজ ভাবে বললে বলা যায় এই টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহারে প্রত্যন্ত এলাকাতেও নিরবচ্ছিন্ন সংযোগ মিলবে।

উন্নত ইন্টারনেট-অফ-থিংস (IoT) লো-আর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে এক্সপ্লোরার স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজিকে উন্নত করা হয়েছে। এটিকে (Infinix phone) এমন ভাবেই তৈরি করা হয়েছে, যেখানে প্রতি সেকেন্ডে একটি মেসেজ পাঠাতে সক্ষম হবে। এই প্রযুক্তি বিশ্বব্যাপী চালু করার কথা বলেছে ইনফিনিক্স। আগামী বছর থেকেই এর রোলআউট শুরু হবে।

Infinix Zero 30 5G ফোনটি 144 Hz রিফ্রেশ রেট 6.78-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে সহ আসে যা 1080×2400 পিক্সেল (FHD+) এর রেজোলিউশন অফার করে। সুরক্ষার জন্য ডিসপ্লে স্পোর্টস গরিলা গ্লাস রয়েছে। Infinix Zero 30 5G একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 প্রসেসর দ্বারা চালিত। এটি 8GB, 12GB RAM এর সাথে আসে। Infinix Zero 30 5G Android 13 চালায় এবং এটি একটি 5000mAh ব্যাটারি দ্বারা চালিত। এটিতে দ্রুত চার্জিং ব্যবস্থা রয়েছে।

ভারতে Infinix Zero 30 5G এর দাম ২৩,৯৯৯ টাকা থেকে শুরু হয়। ১২ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে ফ্লিপকার্টে Infinix Zero 30 5G-এর সর্বনিম্ন মূল্য হল ২৩,৯৯৯/-।