Aaradhya Bachchan School Fees: মেয়ের পড়াশোনার জন্য ঐশ্বর্য যা খরচ করেন, সেই টাকায় কেনা যাবে আস্ত আস্ত ফ্ল্যাট

Antara Nag

Published on:

Can you guess the monthly fees for Aaradhya Bachchan School: বলিউডের অন্যতম সেলিব্রেটি পরিবার বচ্চন পরিবার। আইকনিক অভিনেতা জুটি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চন। অভিষেক বচ্চন এবং প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চনের একমাত্র সন্তান সে। বচ্চন পরিবারে জন্ম হাওয়ার ফলে খুব স্বাভাবিকভাবেই ছোট থেকে একাধিক সুযোগ-সুবিধার মধ্যেই বেড়ে উঠছে আরাধ্যা বচ্চন। কিন্তু তারপরেও তার পরিবার তার গোপনীয়তা রক্ষার জন্য সব সময় সচেষ্ট রয়েছে। তার ছেলেবেলাটা যাতে আর ৫টা সাধারণ শিশুর মতন স্বাভাবিক এবং সরলতায় ভরা থাকে, প্রতিনিয়ত সেই চেষ্টাই করে চলেছেন তার বাবা-মা সহ গোটা পরিবার। আরাধ্যা বচ্চনের পড়াশোনার খরচও (Aaradhya Bachchan School Fees) মধ্যবিত্তের কল্পনার বাইরে।

২০১১ সালের ১৬ই নভেম্বর মুম্বাইতেই জন্মগ্রহণ করেন আরাধ্যা বচ্চন। অর্থাৎ তার বর্তমান বয়স ১২ বছর। বর্তমানে তার ওজন ৪৫ কেজির কাছাকাছি উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি। আরাধ্যার সংস্কার সবসময়ের জন্য চর্চার মধ্যেই থাকে। অমিতাভ বচ্চনের নাতনি যে বিলাস বহুল জীবনযাত্রা ভোগ করবে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র তার পড়াশোনার জন্য কত টাকা খরচ (Aaradhya Bachchan School Fees) হয় তা আন্দাজ করতে পারেন?

আরাধ্যা বচ্চন পড়াশোনা করেন ধীরু ভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে। এই মুহূর্তে আরাধ্যা এই স্কুলের মিড সেক্টরে পাঠরত। অমিতাভ বচ্চনের নাতনির স্কুলের মাসিক মাইনে সাধারণ মধ্যবিত্তের ধরা ছোয়ার বাইরে হবে এটাই স্বাভাবিক। কিন্তু আম্বানির স্কুলের মাইনের চার্ট শুনলে আপনার চোখ কপালে উঠবে। এই স্কুলের এক মাসের বেতনে পুরণ হতে পারে যে কোন মধ্যবিত্ত পরিবারের অনেক স্বপ্ন। ধিরু ভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে এল কেজি থেকে সপ্তম শ্রেণী অব্দি পড়াশোনার খরচ হিসেবে স্কুলকে বেতন দিতে হয় মাসিক ২ লক্ষ টাকা।

আরও পড়ুন 👉 Report Card of Shah Rukh: ইংরেজি ছাড়া মোটামুটি সবেতেই ভালো! দ্বাদশ শ্রেণীতে কোন বিষয়ে কত পেয়েছিলেন শাহরুখ

ক্লাস যত বাড়বে, মাসিক বেতন ও ততটাই বাড়বে। আম্বানিদের স্কুলে সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠলেই মাসিক বেতন এক লাফে বেড়ে যাবে অনেকটা। অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই স্কুলের মাসিক বেতন ৪ লক্ষ ৪৮ হাজার টাকা। এই স্কুলে একাদশ ও দ্বাদশের শিক্ষার্থীদের জন্য যে পরিমাণ অর্থ মাসিক বেতন হিসেবে নেওয়া হয় তা সাধারণ মানুষের একেবারেই ধরাছোঁয়ার বাইরে। একাদশ ও দ্বাদশের শিক্ষার্থীদের জন্য মাসিক বেতন হিসেবে স্কুল থেকে নেওয়া হয় ৯ লক্ষ ৬৫ হাজার টাকা। অর্থাৎ এই মুহূর্তে আরাধ্যার পড়াশোনার জন্য মাসিক যা খরচ (Aaradhya Bachchan School Fees) হয়, আর এক বছরের মধ্যে তা বেড়ে প্রায় দ্বিগুণ হতে চলেছে।

আরাধ্য বচ্চনের পড়াশোনার মাসিক খরচে (Aaradhya Bachchan School Fees) কিনে ফেলতে পারবেন একটি বিলাসবহুল ফ্ল্যাট। ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে শুধুমাত্র আরাধ্যা বচ্চন না, পড়েন একাধিক স্টারকিড। শাহরুখ খানের মেয়ে থেকে শুরু করে কারিনা কাপুর খানের বড় ছেলে সবাই পড়াশোনা করছেন আম্বানীদের স্কুলে। তাই খুব স্বাভাবিকভাবেই করা নিরাপত্তা রাখতে হয়েছে এই স্কুলে। এছাড়া ১ লক্ষ ৩০ হাজার স্কয়ার ফুট এরিয়া জুড়ে অবস্থিত এই স্কুলটিতে রয়েছে একাধিক অত্যাধুনিক সুযোগ-সুবিধা। এই সবকিছুর কারণেই স্কুলের মানসিক বেতন এতটা বেশি ধার্য করা হয়েছে। এই স্কুলের প্রাক্তন প্রাক্তনীদের তালিকায় রয়েছে সারা আলি খান, সুহানা খান, সারা তেন্ডুলকর, জাহ্নবি কাপুর, আব্রাম খান, নাইসা দেবগন, অনন্যা পান্ডের মতো প্রমুখ স্টারকিডরা।