আপনার ট্রেনের টিকিটে ভ্রমণ করতে পারেন অন্য কেউ, মানতে হবে এই পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন ভারতের ৫০ লক্ষের বেশি মানুষ ট্রেনের (Train) উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। তবে এই যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে সমস্যা দেখা যায় টিকিট (Ticket) নিয়ে। যদিও ভারতীয় রেল (Indian Railways) সব সময় এই সমস্যা দূরীকরণের প্রচেষ্টাই থাকে। আবার বহু ক্ষেত্রে দেখা যায় ট্রেনের টিকিট কনফার্ম থাকা সত্ত্বেও যাত্রীকে বিভিন্ন কারণে সফর বাতিল করতে হয়। সেক্ষেত্রে একজনের নামে বুকিং করার টিকিটে অন্যজন চাইলে সফর করতে পারেন, তবে তার আগে মানতে হবে রেলের এই নিয়ম।

Advertisements

একজনের নামে কাটা টিকিটে অন্য কেউ ভ্রমণ করলে অবশ্যই ভারতীয় রেলকে তা জানাতে হবে। এর জন্য ভারতীয় রেলের একটি বিশেষ সার্কুলার রয়েছে। যেখানে বলা হয়েছে, যদি একজনের নামে বুকিং করার ট্রেনের টিকিটে অন্যজন ভ্রমণ করতে চান তাহলে তার কাছে অবশ্যই কনফার্মড টিকিট থাকতে হবে। এছাড়াও আরও কিছু নিয়ম মেনে চলতে হবে।

Advertisements

এর জন্য যাত্রীকে স্টেশন মাস্টারের কাছে যেতে হবে এবং সেখানে আবেদন জানাতে হবে। তারপর অনুমতি দেওয়া হলে একজনের বুকিং করা টিকিটে অন্যজন সফর করতে পারবেন। এমন অনুরোধ জানাতে হবে ২৪ ঘন্টা আগে এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিতে হবে। সমস্ত নথি দেওয়ার পর আগের ব্যক্তির নাম মুছে নতুন ব্যক্তির নাম টিকিটে যুক্ত করা হবে।

Advertisements

শর্ত হিসাবে রেলের তরফ থেকে বলা হয়েছে, যাত্রী যদি সরকারি চাকরি করেন এবং ডিউটিতে যান সেক্ষেত্রে এমন নিয়মের ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে তাকে ট্রেন ছাড়া ২৪ ঘন্টা আগে জানাতে হবে। বিয়েতে যাওয়া কোন ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের পরিবর্তন করাতে হলে আয়োজককারীকে সমস্ত নথিপত্র নিয়ে ৪৮ ঘন্টা আগে জানাতে হবে।

অফলাইনে এই ধরনের আবেদন করে একজনের নামে কাটা টিকিটে অন্যজন সফর করার সুযোগ পাওয়ার পাশাপাশি অনলাইনেও এই ধরনের আবেদন করা যেতে পারে। তবে একবার নাম পরিবর্তন হয়ে যাওয়ার পর পুনরায় আর নাম পরিবর্তন হবে না। আর এই ধরনের নাম পরিবর্তন করার সময় অবশ্যই যাত্রীকে টিকিটের প্রিন্ট আউট করাতে হবে এবং সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে।

Advertisements