বাংলাএক্সপি ডেস্কঃ দেশে যে সকল ব্যাঙ্ক রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি ব্যাঙ্ক হল কানাড়া ব্যাঙ্ক (Canara Bank)। এই ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহক রয়েছেন যারা প্রতিদিন ব্যাঙ্কের কোন না কোন সুযোগ সুবিধা নিয়ে থাকেন। যারা এই ব্যাঙ্কের গ্রাহক তাদের জন্য এবার ফিক্সড ডিপোজিটে (Canara Bank fixed deposit interest rate) নতুন এক সুবিধা দেওয়ার ঘোষণা করা হলো। যে সুবিধার পরিপ্রেক্ষিতে মিলবে দুর্দান্ত সুদ।
কানাড়া ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটে ৪৪৪ দিনের জন্য একটি স্কিম চালু করেছে। যে স্কিমের আওতায় আকর্ষণীয় সুদ দেওয়া হচ্ছে। যারা অবসর নিয়েছেন অথবা অবশ্যই নিতে চলেছেন অথবা যারা ফিক্সড ডিপোজিটে টাকা রাখার পরিকল্পনা করছেন তাদের জন্য এই স্কিমের বিকল্প আর কিছু হতে পারেনা। সাধারণ গ্রাহক থেকে শুরু করে প্রবীণ নাগরিকরা প্রত্যেকেই কানাড়া ব্যাঙ্কের এই স্কিমে টাকা রেখে বেশি সুদ পেতে পারেন।
ব্যাঙ্কের তরফ থেকে এই স্কিমের আওতায় যে সকল সাধারণ নাগরিকরা টাকা জমা রাখবেন তারা ৭.২৫ শতাংশ সুদ পাবেন। আবার প্রবীণ নাগরিক রয়েছেন এমন গ্রাহকরা টাকা রাখলে আরও ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। তাদের সুদের পরিমাণ হলো ৭.৭৫ শতাংশ। বর্তমানে দেশের খুব জনপ্রিয় ব্যাঙ্কগুলির মধ্যে এতটা সুদের হার খুব কম ব্যাঙ্ক দিয়ে থাকে।
এক্ষেত্রে কোন গ্রাহক যদি এই স্কিমের আওতায় তিন লক্ষ টাকা জমা রাখেন আর যদি তিনি প্রবীণ নাগরিক না হন তাহলে অর্থাৎ ৭.২৫ শতাংশ সুদের হারে মেয়াদ শেষে সুদ সহ ফেরত পাবেন ৩ লক্ষ ২৭ হাজার ৪০০ টাকা। অন্যদিকে তিনি যদি প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে সুদ পাবেন ৭.৭৫ শতাংশ এবং মেয়াদ শেষে ফেরত পাবেন ৩ লক্ষ ২৯ হাজার ৩৬১ টাকা।
৪৪৪ দিন ছাড়াও অন্যান্য বিভিন্ন মেয়াদের ক্ষেত্রেও ব্যাঙ্কের তরফ থেকে ফিক্সড ডিপোজিটের ব্যবস্থা রাখা হয়েছে। এই ব্যাঙ্কের ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখা যায়। এক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য তাদের সর্বনিম্ন সুদের হার হল ৪ শতাংশ এবং সর্বোচ্চ সুদের হার হল ৭.২৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা সর্বনিম্ন ৪.৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে থাকেন। কানাড়া ব্যাঙ্কের যে সকল গ্রাহক রয়েছেন তাদের জন্য এই সকল ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখার সুযোগ ইতিমধ্যেই ব্যাঙ্কের তরফ থেকে দেওয়া শুরু হয়ে গিয়েছে।