Canara Bank Recruitment: আপনিও কি চান ব্যাঙ্কিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে? তাহলে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, কারণ কানাড়া ব্যাঙ্ক নিয়োগ করবে প্রায় তিন হাজার কর্মী। যারা দীর্ঘদিন ধরে উপযুক্ত চাকরির জন্য অপেক্ষা করছিলেন তারা আবেদন করতে পারেন কানাড়া ব্যাঙ্কের অ্যাপ্রেন্টিস পদে। রাজ্যে এমনিতেই চাকরির পরিস্থিতি খুবই শোচনীয় তার মধ্যে এই সুযোগ সত্যি হাতে চাঁদ পাওয়ার মতো। পশ্চিমবঙ্গেও রয়েছে ১১০টি পদ। যদি এই ব্যাঙ্কিং সেক্টরে এক বছর কাজ করা যায় তাহলে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। এটি চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেকটাই সুবিধা প্রদান।
কোন পদে নিয়োগ (Canara Bank Recruitment) করা হবে?
অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী নিয়োগ করা হবে কানাড়া ব্যাঙ্কের অ্যাপ্রেন্টিস পদে।
বয়সসীমা :-
কানাড়া ব্যাংকের (Canara Bank Recruitment) এই পদে নিয়োগ করা হবে ২০ থেকে ২৮ বছর বয়সীদের।
শিক্ষাগত যোগ্যতা :-
স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে কোনও স্নাতকই এই পদের (Canara Bank Recruitment) জন্য আবেদন করতে পারবেন। তবে যে রাজ্যের জন্য আবেদন করবেন, ইংরেজির পাশাপাশি সেই রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে। ধরুন আপনি যদি পশ্চিমবঙ্গের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে বাংলা ভাষা জানতে হবে। দ্বাদশের পরীক্ষায় পড়াশোনার মাধ্যম স্থানীয় ভাষাতে হলে ঠিক আছে। বাকিদের স্থানীয় ভাষার পরীক্ষায় বসতে হবে। যাঁদের বেছে নেওয়া হবে, তাঁরা সংশ্লিষ্ট রাজ্যের কোন ব্রাঞ্চে বেছে নেওয়ার সুযোগ পাবেন। নিজ নিজ ব্রাঞ্চেই প্রশিক্ষণের কাজ এক বছর করতে হবে তাঁদের।
আবেদনপত্র গ্রহণ করার তারিখ :-
এই পদে নিয়োগের (Canara Bank Recruitment) জন্য আবেদন গ্রহণ করা হবে শনিবার ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।
কিভাবে আবেদন করা যাবে?
কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। কানাড়া ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে।
আরো পড়ুন: চাকরির দুর্দান্ত সুযোগ রয়েছে ভারতীয় রেলে, কোন পদে হচ্ছে এই নিয়োগ
মাসিক বেতন :-
প্রতি মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। ব্যাঙ্কের বন্ধের দিনে ছুটি থাকবে। তাছাড়া প্রতি মাসে ১টি ছুটি।
পশ্চিমবঙ্গের শূন্যপদ :-
পশ্চিমবঙ্গের ১১০টি আসনের মধ্যে কলকাতায় ১৭টি, উত্তর ২৪ পরগনায় ১১টি রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি ৬টি করে আসন রয়েছে। মুর্শিদাবাদে ৭ জন, কোচবিহারে ৫ জন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, বাঁকুড়া, বীরভূম, দার্জিলিং, জলপাইগুড়িতে ৪ জন করে নেওয়া হবে। মালদা, পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরেও আসন রয়েছে।
কোথায় দেখা যাবে এই নিয়োগের বিজ্ঞপ্তি?
এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করেছিল কানাড়া ব্যাঙ্ক। যদি বিস্তারিত জানতে চান তাহলে আবেদনের লিঙ্ক থেকেও জানতে পারবেন।