Canara Bank took strict action after the video of the bank manager’s abuse in an online meeting went viral: সাম্প্রতিক সময়ে মুহূর্তের মধ্যে সারা দুনিয়ার খবর পাওয়ার অন্যতম মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। যেখানে উঠে আসে পৃথিবীর কোণার কোণার খবর। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। তেমনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে ব্যাঙ্ক ম্যানেজার সহ কর্মীদের অনলাইন মিটিং-এর একটি ভিডিও। ভিডিওতে উঠে এসেছে কর্মীদের প্রতি ব্যাঙ্ক ম্যানেজারের দুর্ব্যবহার। দাবি করা হয়েছে এই বিষয়টি জড়িত কানারা ব্যাঙ্কের সাথে। বিষয়টি ঠিক কি? কি বলেছেন ব্যাঙ্ক ম্যানেজার? এর বিরুদ্ধে কানারা ব্যাঙ্কই বা কি ব্যবস্থা নিয়েছেন?
প্রসঙ্গত, নেটদুনিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া মিটিং-এর ঘটনাটি ঘটেছে সম্ভবত ২০২৪-এর ৪ই মে আশেপাশে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ‘গরিব ব্যাঙ্কার’ (@WomenBanker) নামের এক্স ইউজার। সাথে ট্যাগ করেছেন অর্থ প্রতিমন্ত্রী, আর্থিক পরিষেবা বিভাগের প্রতিমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়কে। ট্যাগ করে ভিডিও ক্লিপের শিরোনামে ইউজার লিখেছেন, এই বিষয়টি খুবই উদ্বেগজনক! কানারা ব্যাঙ্কের ট্যাগলাইন রয়েছে ‘টুগেদার উই ক্যান’, কিন্তু ভিডিওটি দেখে মনে হচ্ছে তারা কর্মীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। যা তাদের পারিবারিক জীবনের উপর প্রভাব ফেলছে।
পাশাপাশি তিনি আরও লেখেন যে, আমরা কেউ স্বার্থপরভাবে নিজের জন্য কাজ করি না। পরিবারের জন্যই কাজ করি। তিনি এই ভিডিওটি শেয়ার করে @DFS_India @DrBhagwatKarad @FinMinIndia সংশ্লিষ্ট বিভাগগুলিকে এই বিষয়টি বিবেচনা করে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছেন। কি এমন করেছেন ব্যাঙ্কের ম্যানেজার যার জন্য এমন পরিস্থিতি?
আরও পড়ুন ? Viral Video: গরমে ট্রাফিকে দাঁড়িয়ে পচতে হবে না, অভিনব উদ্যোগ এই শহরে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটিতে দেখা যায় একজন ব্যাঙ্ক ম্যানেজার অনলাইনে ভিডিও কলিংয়ে কর্মীদের সাথে মিটিং করছেন। আর সেই মিটিংয়েই কর্মীদের গালিগালাজ করছেন। তাদের পরিবার তুলে কথা বলছেন। এমনকি ভিডিওটিতে ব্যাঙ্ক ম্যানেজারকে বলতে শোনা যায়, ব্যাঙ্ক কাজ করার জন্য চাকরি দিয়েছে, পরিবারের সাথে আড্ডা দেওয়ার জন্য নয়। পাশাপাশি ভিডিওতে ম্যানেজার তার কর্মীদের এও বলেন যে, ছুটির দিনেও করতে হবে কাজ। পরিবারের সাথে ঘুরতে যাওয়া বা আড্ডা দেওয়ার পরিকল্পনা থাকলে পরিবারের সাথে জাহান্নামে যান। বসের উক্তি, তারা ব্যাঙ্কের কাজ করে তাই কানারা ব্যাঙ্কের কথা ভাবে। পরিবারের কথা ভাবেনা। তাই সরাসরি স্পষ্ট ভাষায় তিনি জুনিয়রদের বলেন, সোম থেকে শনিবার কাজ শেষ না হলে ছুটির দিনেও তাদেরকে কাজ করতে হবে।
The @canarabank whose tag line is “TOGETHER WE CAN” is saying that don't take care of your family.
Don't they know that we all work for the family and not for ourselves.Requesting @DFS_India @DrBhagwatKarad @FinMinIndia to kindly intervene. pic.twitter.com/AjzCQrpsXz
— Garib Banker (@WomenBanker) May 4, 2024
ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয়েছে ব্যাঙ্ক। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ব্যাঙ্ক তরফে। ভিডিও ক্লিপটি ভাইরাল (Viral Video) হওয়ার সাথে সাথেই ৪মে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানায় কানারা ব্যাঙ্ক। ব্যাংকের অফিসিয়াল এক্স হ্যান্ডেল @canarabank থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। যেখানে ব্যাঙ্ক তরফে লেখা হয়, কানারা ব্যাঙ্ক সব সময় তাদের কর্মচারী এবং কর্মচারীর পরিবারকে গুরুত্ব দেয়। যা বহুবার প্রমাণিত হয়েছে। তাই কানারা ব্যাঙ্ক কোনো কর্মচারীর এই ধরনের ব্যক্তিগত আচরণকে সমর্থন করে না। তা অত্যন্ত নিন্দনীয়, অপরাধ জনক।