বীরভূমের ১১ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের তালিকা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পূর্বঘোষণা মত শুক্রবার রাজ্যের শাসকদল তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। আগাম আভাস এবং প্রত্যাশামতোই একাধিক নতুন মুখ ফুটে উঠলো এই প্রার্থী তালিকায়। শুধু নতুন মুখ ছাড়াও একাধিক অভিনেতা-অভিনেত্রীর মুখ চোখে পড়েছে তৃণমূলের এই প্রার্থী তালিকায়।

Advertisements

Advertisements

তৃণমূলের প্রার্থী তালিকায় রাজ্যের প্রত্যেক জায়গার মতো বীরভূমের ক্ষেত্রেও একাধিক রদবদল করা হয়েছে। একাধিক বিধানসভায় প্রার্থী বদল করলো তৃণমূল। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো দুবরাজপুর বিধানসভা। যেখানে আগেই বিধায়ক ছিলেন নরেশ চন্দ্র বাউড়ি। লাভপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নতুন মুখ ফুটে উঠেছে। এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনিরুল ইসলাম যোগ দিয়েছেন বিজেপিতে।

Advertisements

নলহাটি বিধানসভা কেন্দ্রেরও প্রার্থী পরিবর্তন করলো তৃণমূল। নলহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন মইনুদ্দিন শামস। নানুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নতুন মুখ নিয়ে এলো তৃণমূল। গত বছর এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গদাধর হাজরা। তিনিও এখন বিজেপিতে। পাশাপাশি সিউড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এই কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হয়েছিলেন ডাঃ অশোক কুমার চ্যাটার্জী।

বীরভূম

[aaroporuntag]
বোলপুর : চন্দ্রনাথ সিংহ, সিউড়ি : বিকাশ রায় চৌধুরী, রামপুরহাট : আশিস ব্যানার্জী, হাঁসন : অশোক কুমার চ্যাটার্জী, নানুর : বিধান চন্দ্র মাজি, লাভপুর : অভিজিৎ সিনহা, সাঁইথিয়া : নিলাবতী সাহা, ময়ূরেশ্বর : অভিজিৎ রায়, নলহাটি : রাজেন্দ্র প্রসাদ সিং, মুরারই : আব্দুর রহমান, দুবরাজপুর : অসীমা ধীবর।

Advertisements