নিজস্ব প্রতিবেদন : পুজোর মরশুমে বহু মানুষকেই দেখা যায় বাড়িতে নতুন গাড়ি কিনে নিয়ে আনতে। এই সময় আবার বিভিন্ন সংস্থা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। তবে এই সকল অফার ছাড়াও বেশ কিছু নিয়ম মেনে গাড়ি কিনলে খরচ অনেকটাই বাঁচানো যেতে পারে।
১) চারচাকা গাড়ি কেনার ক্ষেত্রে অধিকাংশ মানুষকেই দেখা যায় ঋণ নিয়ে সেই গাড়ি কিনতে। তবে ইএমআই এমন হলে চলবে না যা আপনার বেতনের থেকে ১০% এরও বেশি হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি নতুন গাড়ি নিলে তা ৬০ মাসের মধ্যে এবং পুরাতন গাড়ি হলে ৩৬ মাসের মধ্যে ঋণ শোধ করে দেওয়ার প্ল্যান বেছে নিতে হবে। এছাড়াও ঋণ নেওয়ার সময় প্রসেসিং ফি সহ সমস্ত হিসাব ভালোভাবে বুঝে নিতে হবে।
২) গাড়ি কেনা হয়ে গেলেই শান্তি নেই। এরপর রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে প্রচুর খরচ হয়ে থাকে। সেই সকল খরচ যাতে মোট বেতনের ২০ শতাংশের বেশি না হয় তার দিকে নজর রাখতে হবে।
৩) হুজুগে নয় বরং প্রয়োজন অনুযায়ী সঠিক গাড়ি বেছে নিতে হবে। এছাড়াও পেট্রোল না ডিজেল অথবা ইলেকট্রিক গাড়ি কিনবেন তা আগেই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পর ভেরিয়েন্ট বেছে নিতে হবে।
৪) গাড়ি কেনার আগে অবশ্যই টেস্ট ড্রাইভ দিতে হবে এবং একবার টেস্ট ড্রাইভ দিয়ে যদি কিছু বোঝা না যায় তাহলে বারবার টেস্ট ড্রাইভ দিতে হবে। টেস্ট ড্রাইভ দেওয়ার সময় পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া উচিত। সবার সিদ্ধান্ত চূড়ান্ত করার পরেই গাড়ি কেনা উচিত।