Carbon Credit Card: পশ্চিমবঙ্গ সরকার নতুন বছরে রাজ্যবাসীকে দিল নতুন চমক। পরিবেশের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য এক নতুন উদ্যোগ নিল। এর ফলে উপকৃত হবে সকলেই। মূলত রাজ্য পরিবেশ বিভাগ গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করবে। নিশ্চয়ই অবাক হচ্ছেন কিন্তু প্রত্যেকটি কথা সত্যি। প্রতিবেদনটি বিস্তারিতভাবে পড়লে জানতে পারবেন পুরোটাই।
এমন বহু ব্যক্তি আছেন যারা নিজেদেরকে পরিবেশ সেবার সঙ্গে যুক্ত রেখেছেন। বর্তমানে পরিবেশের সবথেকে বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। যা মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সম্প্রতি রাজ্য সরকার সেইসব মানুষদের পুরস্কৃত ও উৎসাহিত করার জন্য রাজ্য পরিবেশ বিভাগ গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু (Carbon Credit Card)করবে এমনটাই সূত্র মারফত জানা গেছে।
রাজ্য পরিবেশ বিভাগের সচিব অভিনব চন্দ্র কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক (এমওইএফসিসি) আয়োজিত “ফাইন্যান্সিং ইন্ডিয়াস গ্রিন ট্রানজিশন প্ল্যান অ্যান্ড অ্যাডাপটেশন নিডস” শীর্ষক পরামর্শ কর্মশালায় বলেন, বাংলার জন্য এটি সম্পূর্ণ নতুন একটি প্রক্রিয়া। রাজ্যবাসী যদিও এই ব্যাপারটির সঙ্গে এখনো সেভাবে অবগত নয়। কোনও ব্যক্তি তার ব্যক্তিগত কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করতে পারে এবং আমাদের ব্যক্তিগত অংশীদারদের মাধ্যমে ব্রাউন পয়েন্ট অর্জন করতে পারে যার মধ্যে অনলাইন শপিংয়ের কিছু বড় নাম রয়েছে। এই কর্মশালায় তিনি আরো বলেন যে, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত রাজ্য কর্মপরিকল্পনা (এসএপিসিসি) খুব তাড়াতাড়ি চূড়ান্ত করা হবে এমনটাই আশা করা যাচ্ছে।
এতক্ষণে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কারা পাবে এই বিশেষ কার্বন ক্রেডিট কার্ড (Carbon Credit Card)? গ্রিন ক্রেডিট কার্ড দেওয়া হবে প্রাথমিকভাবে স্কুলের ইকো ক্লাবের সদস্য পড়ুয়াদের। অভিনব চন্দ্র এমনটাই জানিয়েছেন। গ্রিন কার্বন কার্ডের মূল উদ্দেশ্য হলো, গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার, প্লাস্টিকের ব্যাগ এড়িয়ে চলা, বাইসাইকেল ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার এবং আতশবাজি এড়ানোর মতো বিভিন্ন কর্মকাণ্ডকে উৎসাহিত করা।
আরও পড়ুন:Shasya Bima: কৃষকদের জন্য দারুণ খবর, রাজ্যের সব চাষীদের সুবিধা দিতে বড় পদক্ষেপ রাজ্যের
এই কার্বন ক্রেডিট কার্ড (Carbon Credit Card) অবশ্য পরেও পাওয়া যাবে। কোথা থেকে পাওয়া যাবে আসুন জেনে নিই? ‘বড় শপিং অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন প্রাইভেট সেক্টর পার্টনার’দের মাধ্যমে এই ক্রেডিট পাওয়া যাবে। পাশাপাশি সকল ইকো ক্লাবগুলির দায়িত্ব থাকবে সদস্যদের কার্বন ক্রেডিটের বিষয়টির ওপর। সদস্যদের কার্বন ক্রেডিট করার দায়িত্ব পাবে প্রতিটি ইকো ক্লাব। শীঘ্রই কার্ডটি সকলের জন্যই লাগু করার বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় পরিবেশ, বন, জলবায়ু বিষয়ক মন্ত্রক সম্প্রতি একটি অনুষ্ঠান আয়োজিত করেছিল গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রাম’র আওতায়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলার মুখ্যসচিব মনোজ পন্থ, তিনি জানান, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া একটি বিশাল বড় ব্যাপার। এটি উন্নয়নমূলক দিকেও অপরিহার্য। বাড়তি আর্থিক অনুদানেরও প্রয়োজন এর জন্য।