Google Unique Search Fun: ড্রপ বিয়ার থেকে ক্যাট! গুগলে এসব সার্চ করলেই থাকছে ম্যাজিক দেখার সুযোগ

Cat from Drop Bear appears on Google Unique Search Fun: বর্তমানে গুগল আমাদের দৈনন্দিন জীবনের একটি বিশেষ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর এমন কোনো ঘটনা নেই যা গুগুলের মাধ্যমে জানা যায় না। তাই আমাদের কোনো কিছু জানার দরকার পড়লেই আমাদের গন্তব্য হয় গুগল সার্চ। আমরা যা জানতে চাই তা একবার লিখে গুগলে সার্চ করলেই সে সম্পর্কে বহু বিস্তারিত তথ্য আমরা এক নিমেষে জেনে যেতে পারি। তবে এমন বিশেষ কিছু শব্দ আছে যেগুলি গুগলের মাধ্যমে সার্চ (Google Unique Search Fun) করলে আপনার ফোনের স্ক্রিনে ঘটতে পারে ম্যাজিক। হঠাৎ করে ফোনের স্ক্রিনে এসে হাজির হবে ভাল্লুক। অথবা আপনার ফোনের স্ক্রিনে আপনি দেখতে পাবেন বিড়ালের ছাপ। দেখে নিন কি কি সার্চ করলে গুগলের মাধ্যমে আপনি আপনার ফোনে অবাক করা এই বিষয়গুলি উপভোগ করতে পারবেন।

১) ড্রপ বিয়ার

গুগল সার্চের অপশনে গিয়ে Drop Bear লিখে সার্চ করলেই (Google Unique Search Fun) একটি মজাদার ব্যাপার উপভোগ করতে পারবেন আপনি। “Drop Bear” লিখে গুগলে সার্চ অপশন এ ক্লিক করলেই পাশে একটি রঙিন চিহ্ন দেখা যাবে। এই রঙিন চিহ্নটি থাকবে স্কিনের ডান দিকের কিছুটা নিচে। সেটিতে ক্লিক করলেই একটু ভাল্লুক স্ক্রিনের উপর থেকে এসে নিচের দিকে পড়বে। ঠিক উচুঁ যেমন পাহাড় থেকে পড়লে যেমন দেখা যায়, তেমনি ভাল্লুকটি আপনার ফোনের স্ক্রিনের উপর দিক থেকে নিচে পড়বে এবং সেইসঙ্গে গাছের পাতা মাটি এগুলো উড়বে। শুধু তাই নয় ভাল্লুকটি পড়ার সঙ্গে সঙ্গে ধপাস করে তার পড়ে যাওয়ার একটি পড়ার আওয়াজ শুনতে পাবে না আপনি।

২) ক্যাট

গুগলে সার্চ অপশনে “Cat” লিখে সার্চ করলে আরো একটি মজাদার ঘটনা দেখতে পাবেন। এক্ষেত্রে স্ক্রিনের একটু নিচের দিকে একদম ডান দিকে বিড়ালের পায়ের ছাপের মতো একটি চিহ্ন থাকবে। সেই চিহ্নটিতে ক্লিক করলেই যেখানে চিহ্নটি ছিল সেখানে বিড়ালের পায়ের ছাপ পড়বে।

আরও পড়ুন 👉 চোখের ধাঁধা : আপনার চোখ গুগলের মত হলে ১৫ সেকেন্ডে খুঁজে পাবেন W

৩) গুগল গ্রাভিটি

এটি গুগল সার্চের আরো একটি মজাদার অপশন। গুগলে গিয়ে ইংরেজিতে “Google Gravity” লিখে সার্চ করার পর প্রথম যে অপশনটি পাবেন সেখানে ক্লিক করলেই ঘটবে এই ম্যাজিক (Google Unique Search Fun)। দেখতে পাবেন সমস্ত লেখাগুলি নিচের দিকে পড়ে যাচ্ছে। শুধু তাই নয় এগুলি কি আবার আপনি হাত দিয়ে উপরের দিকে তুলতেও পারবেন।