নিজস্ব প্রতিবেদন : ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের Income Tax রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে শেষ সময়সীমা হল আগামীকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর। তবে আয়কর দপ্তরের তরফ থেকে একটি ক্ষেত্রে নিয়মে শিথিলতা আনা হলো। বুধবার সেই ঘোষণায় করা হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে।
বুধবার আয়কর দপ্তরের তরফে জানানো হয়েছে, “আইটিআর-এর (ইনকাম ট্যাক্স রিটার্ন বা আয়কর রিটার্ন দাখিল) ৫ নম্বর ফর্ম জমা না দেওয়া বা ই-ভেরিফিকেশন না হওয়ার জন্য ২০২০-২১ অ্যাসেসমেন্ট ইয়ারে অনলাইনে ফাইল করা যে ইনকাম ট্যাক্স রিটার্ন এখনও যাচাই করা হয়নি। তা যাচাইয়ের জন্য এককালীন ছাড় দিচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস।”
এই ঘোষণা অনুযায়ী যেসকল করদাতারা ইনকাম ট্যাক্স রিটার্নের ৫ নম্বর ফর্ম জমা না দেওয়া অথবা অনলাইনে ভেরিফিকেশন না হওয়ার কারণে আয়কর রিটার্ন জমা দিতে পারছেন না তারা এককালীন ছাড় পাচ্ছেন। এই ছাড় দেওয়া হচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
নিয়ম অনুসারে আয়কর রিটার্ন জমা দেওয়ার পর তা ওটিপি মারফত ভেরিফিকেশন করতে হয়। এই কাজ করতে হয় ১২০ দিনের মধ্যে। অনলাইনে এই ভেরিফিকেশন করার পাশাপাশি আয়করদাতারা বেঙ্গালুরুতে সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টারে রিটার্নের কপি পাঠাতে পারেন। এক্ষেত্রে এই পাঁচ নম্বর ফর্মের মাধ্যমে ভেরিফিকেশন করা না হলে রিটার্ন দাখিল করা হয়নি বলে বিবেচনা করা হয়ে থাকে।
CBDT provides one-time relaxation for verification of e-filed ITRs for AY 2020-21 which are pending for verification due to non-submission of ITR-V form or pending e-Verification.
Circular No.21/2021 dated 28/12/2021 issued & is available on:https://t.co/TVbE7NJquy— Income Tax India (@IncomeTaxIndia) December 28, 2021
এক্ষেত্রে বুধবার সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস-এর তরফ থেকে এই ভেরিফিকেশন প্রক্রিয়া করার জন্য আগামী বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এককালীন ছাড় দেওয়া হলো বলে জানানো হয়েছে।