প্রসূন দাস : ‘এখানকার তৃণমূলের সুপারম্যান তিনি তো কত গন্ডা চালকলের মালিক তার হিসাব নাই। একটু অপেক্ষা করুন। সিবিআই ইডি অনেককেই ছোটাচ্ছে, উনাকেও ছোটাবেন’। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শনিবার নির্বাচনী প্রচারে এসে বীরভূমের ইলামবাজারের এই ভাবেই নাম না করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে একহাত নিলেন।
ইলামবাজারের জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “পদ্ম ফুলের মেলা হবে, তৃণমূলকে ফেলা হবে। এই অপেক্ষায় সবাই করে আছে। একদম ভয় পাবেন না, দিদিমনির পুলিশ বুথে থাকছে না। থাকছে দাদার পুলিশরা, দিল্লির পুলিশ। আটটা দশটা করে সিআরপিএফ থাকবে। একদম চুপটি মেরে থাকবেন। যে জায়গায় চোখ দেখাবে সেখানে স্লিপ নেবেন ওদের (তৃণমূল) কাছ থেকে আর ভিতরে ঢুকে কেউ দেখতে পাবে না কোথায় ভোট দিচ্ছেন। পদ্ম মারবেন আর একেবারে বীরভূম থেকে এদের উৎখাত করে বাড়ি আসবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, এই জায়গার পবিত্রতা রক্ষা করবেন।”
[aaroporuntag]
এর পরেই তিনি নাম না করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে একহাত নেন। শুভেন্দু অধিকারী বলেন, “ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া চাল কলগুলো থেকে ৩২ টাকা করে কিলো চাল কেনে। এখানকার আবার তৃণমূলের সুপারম্যান (অনুব্রত মন্ডল) তিনি তো কত গন্ডা চালকলের মালিক তার হিসাব নেই। গন্ডা গন্ডা চালকলের মালিক। তার কারণ তার কাছে টাকা রাখার জায়গা নেই। তৃণমূল মানে হচ্ছে এনামুল গরু পাচারকারী। সেই গরু পাচারকারী এনামুলের সাথে সুপারম্যানের দারুন সম্পর্ক। একটু অপেক্ষা করুন, সিবিআই ইডি অনেককেই ছোটাচ্ছে, উনাকেও ছোটাবেন। সময়ের অপেক্ষা।”