হাইকোর্টের রায়ের পরেই তৎপর CBI, তৈরি হলো ২৫ সদস্যের বিশেষ টিম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টে হওয়া মামলার রায় ঘোষণা হয় বৃহস্পতিবার। যেখানে হাইকোর্টের রায়ে বলা হয়, এই মামলায় তদন্ত করবে সিবিআই। আর হাইকোর্টের এই রায়ের পর এই তৎপর হলো কেন্দ্রের বিশেষ তদন্তকারী সংস্থা। সূত্র মারফত জানা যাচ্ছে ২৫ সদস্যের একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে।

Advertisements

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই চারটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যরা আসবেন দিল্লি, দেরাদুন থেকে। একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ২ মে বের হওয়ার পর লক্ষ্য করা যায় তৃণমূল পুনরায় বিপুল জনসমর্থন নিয়ে সরকারের ফিরেছে। তবে এরপরেই অশান্ত হয়ে ওঠে বাংলা। ভোট-পরবর্তী এই হিংসার ঘটনা চলে বেশ কয়েকদিন।

Advertisements

বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, তাদের অজস্র কর্মী-সমর্থক এই হিংসার ঘটনায় আক্রান্ত হন। বেশ কয়েক জনের প্রাণহানি হয়েছে বলেও দাবি বিজেপির। এছাড়াও মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করায় হাইকোর্ট পর্যন্ত। সেখানে একাধিক পিটিশন জমা পড়ে। হাইকোর্ট এই সকল সমস্ত অভিযোগ খতিয়ে দেখে জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠন করার নির্দেশ দেয়। সেই কমিটির সদস্যরা রাজ্যের একাধিক জায়গা ঘুরে তথ্য সংগ্রহ করে।

আদালতের তরফ থেকে এই মামলায় আগামী ৬ সপ্তাহের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পেয়েই সিবিআই ২৫ সদস্যের টিম গঠন করেছে। সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এই তদন্তের ক্ষেত্রে থাকছে মোট চারটি স্পেশাল টিম। এই প্রতিটি টিমে থাকছেন তিনজন এসপি পদমর্যাদার এবং দুজন করে ডিআইজি পদ মর্যাদার অফিসার। এই সকল টিমের অধিকাংশ অফিসাররাই নাকি আসছেন কলকাতার বাইরে থেকে। আগামীকাল অর্থাৎ শনিবারের মধ্যেই এই সদস্যরা পা রাখবেন কলকাতায়।

Advertisements