TET Recruitment Scam: শুধু পার্থ, মানিক নয়, নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান-এজেন্টদের তালিকায় নতুন মন্ত্রী সহ ৫০ নাম!

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি (TET Recruitment Scam) নিয়ে আলোচনার শেষ নেয়। দুর্নীতির এই মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। তদন্তে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় সহ বিধায়ক মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা সহ একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন। তবে তদন্তকারী সংস্থার তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে, শুধু পার্থ, মানিক বা জীবনকৃষ্ণ সাহা নন, জড়িয়ে রয়েছেন আরও অনেকেই।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন এমন বড় দাবি করা হচ্ছে সেই সময় এই কাণ্ডে কারা কারা যুক্ত রয়েছেন তার একটি খসড়া তালিকা সামনে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে সেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সেই খসড়া তালিকা দেখলে আপনারও চক্ষু চরকগাছ হয়ে যাবে। এই তালিকায় পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহার যেমন নাম রয়েছে ঠিক সেই রকমই আরও নতুন নতুন নেতা-মন্ত্রী, মিডিলম্যান ও এজেন্টদের নাম রয়েছে। প্রায় ৫০ জনের নাম রয়েছে নতুন এই তালিকায়। যারা প্রত্যেকেই তদন্তকারী সংস্থার র‍্যাডারে রয়েছেন বলে জানা যাচ্ছে।

সম্ভাব্য তালিকায় পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য ছাড়াও নাম থাকতে পারে বলে দাবি করা হচ্ছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। এছাড়াও নাম থাকতে পারে তেহট্টের বিধায়ক তাপস সাহার। নাম থাকতে পারে প্রবীর কয়াল, জীবন কৃষ্ণ সাহা, জাফিকুল ইসলাম, কানাই মণ্ডল, নবকুমার সাহা, জয়দীপ দাস, অমল আচার্য, বাপ্পাদিত্য দাশগুপ্ত, দেবরাজ চক্রবর্তী, দীপক জানা, ফিরোজ আনসারি, ইমরান, পলাশ মণ্ডল, এজেন্ট, বিভাস অধিকারীর।

আরও পড়ুন 👉 মেসেজ ফাঁস করার হুঁশিয়ারি, বন সহায়ক নিয়োগ দুর্নীতিতে মমতাকে চ্যালেঞ্জ রাজীবের

এছাড়াও এজেন্টদের তালিকায় থাকতে পারে রাকেশ সিং, বেঞ্জামিন হেমব্রম, তাপস মিশ্র, নিখিলেশ বেরা, অরণ্যক আচার্য, কালীপদ পতি, অতনু গুচ্ছাইত, অমিতাভ মণ্ডল, পিপুলউদ্দিন সেখ, নবকুমার দাস, মৃণাল চক্রবর্তী, সংগ্রাম, কামরুদ্দিন ওরফে কামু, সুদীপ গঙ্গোপাধ্যায়, হৃদয় সাহা, অমিয় মাইতি, মান্তু দাস মহাপাত্র, পিরুলাল পাড়ুই, উমাপদ ভুঁইয়া, নবকুমার সাহা, আরাধনা, নিলাদ্রী ঘোষ,আরণ্যক আচার্য, সমীরণ চক্রবর্তী, কুন্তল ঘোষ।

এছাড়াও আরও যেসব এজেন্টের নাম এই তালিকায় উঠে আসতে পারে বলে দাবি করা হচ্ছে তারা হলেন দিব্যেন্দুু বাগ, জীতেন রায়, সুখেন রানা, সুজল, নুরুল হাসান, অনুপম, শ্যামপদ পাত্র, অরবিন্দ, তন্ময় গোস্বামী, সন্তু গঙ্গোপাধ্যায়। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ফাইনাল ল্যাপে চলে এসেছে সিবিআই। তাদের তরফ থেকে দুটি আলাদা আলাদা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকাতেই নাকি রয়েছে আরও এক মন্ত্রী সহ প্রভাবশালী এই সকল মিডলম্যান ও এজেন্টের নাম। যদিও তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে আসছে, ‘এসব সবই রাজনৈতিক প্রতিহিংসা।’