নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে এমন কোন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যাদের হাতে মোবাইল নেই (Mobile Phone)। দামি দামি স্মার্টফোন (SmartPhone) এখন মানুষের হাতে হাতে জায়গা করে নিয়েছে। তবে এই সকল দামি দামি স্মার্টফোন বিভিন্ন সময় হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়। সেই সকল হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়া স্মার্টফোন ফিরে পেতে রীতিমতো হিমশিম খেতে হয় আসল মালিকদের। অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া সেই স্মার্টফোন ফিরে পাওয়া যায় না।
তবে বর্তমানে কেন্দ্রের তরফ থেকে বেশ কয়েকটি রাজ্যে পরীক্ষামূলকভাবে একটি পরিষেবা চালানো হচ্ছে। আর সেই পরিষেবা ব্যবহার করে সম্প্রতি কর্ণাটক পুলিশ এক নিমেষে আড়াই হাজারের বেশি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে। এই পরিষেবা এবার আপনার এলাকাতেও চালু হতে চলেছে আর এমন পরিষেবা চালু হলে মোবাইল হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়ার ঘটনায় চিন্তা করতে হবে না।
নতুন এই পরিষেবা চালু করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং এর নাম হল সিইআইআর (CEIR), পুরো অর্থ সেন্ট্রাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। ১৭ মে দেশজুড়ে এই পরিষেবা চালু হওয়ার আশা করা হচ্ছে এবং এমন পরিষেবা চালু হওয়ার পর ব্যবহারকারীরা নিজেরাই নিজেদের মোবাইল ট্র্যাক করে জানতে পারবেন কোথায় রয়েছে।
ট্র্যাক করে যদি দেখা যায় যে ওই মোবাইলটি অন্য কোন ব্যক্তির হাতে চলে গিয়েছে তাহলে সঙ্গে সঙ্গে ফোনটি ব্লক করে দেওয়া যাবে। এমন আধুনিক প্রযুক্তি তৈরি করা হয়েছে টেকনোলজি ডেভেলপমেন্ট বডি সেন্টার ফর ডিপার্টমেন্ট অফ টেলিমেটিক্স (সিডট) এর তরফ থেকে বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় সূত্রে।
এই প্রযুক্তি যাতে সফলভাবে কাজ করে তার জন্য মোবাইল বিক্রেতাদেরও মোবাইল বিক্রি করার আগে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর সরকারের কাছে নথিভূক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে আইএমইআই নম্বর কপি করা যাবে না। মূলত হারিয়ে যাওয়া মোবাইল এইভাবে খুঁজে পাওয়ার বিষয়টি অ্যাপেল ডিভাইসগুলিতে ব্যবহৃত হয়। সেই প্রযুক্তি এবার কাজে লাগানো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে।