নিজস্ব প্রতিবেদন : বাড়িঘর মানুষের আশ্রয়স্থল ছাড়াও বহু মানুষের কাছেই তা স্বপ্নের। তবে সেই স্বপ্ন এবার ধাক্কা খেতে পারে। মূলত সিমেন্টের দাম বৃদ্ধি পাওয়ার উল্লেখযোগ্যভাবে আশঙ্কা করা হচ্ছে। সিমেন্টের দাম বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই বাড়ি তৈরির ক্ষেত্রে বাজেট কয়েকগুণ বেড়ে যাবে।
বাড়ি তৈরির ক্ষেত্রে বাজেট কয়েকগুণ বৃদ্ধি পাওয়ার কারণ হলো সিমেন্টের দাম এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র বলছে, খুব তাড়াতাড়ি সেই সময় আসতে চলেছে যখন এক ব্যাগ সিমেন্টের দাম বাড়তে পারে ২৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত।
বাড়ি তৈরি করা হোক অথবা মেরামতি করানো, সবক্ষেত্রেই সিমেন্ট কিন্তু অপরিহার্য। কারণ পলেস্টার বলুন অথবা টাইলস লাগানো বা সামান্য টুকটাক মেরামতির ক্ষেত্রেও সিমেন্ট অপরিহার্য। সিমেন্টের দাম বৃদ্ধি পেলে আরও ধাক্কা পাবে বিভিন্ন সরকারি প্রকল্পে তৈরি হওয়া বাড়ি ঘর থেকে নানান নির্মাণ।
সিমেন্টের এইভাবে দাম বৃদ্ধি পাওয়ার কারণ হিসাবে বর্তমান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৈরি হওয়া অপ্রীতিকর পরিস্থিতিকে কারণ হিসাবে মনে করা হচ্ছে। এই কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সহ কয়লা সব কিছুরই দাম এখন ঊর্ধ্বমুখী।
কয়লা, বিদ্যুৎ, পেট্রোল ডিজেল সহ বিভিন্ন দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমানে পরিবহণ ব্যবস্থা ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, চলতি বছর প্রথম চার মাসে সিমেন্টের দাম বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ। তবে আগামী ৬ মাসে সিমেন্টের দাম আরও বৃদ্ধি পাবে এবং চাহিদা কমবে বলেও আশঙ্কা করা হচ্ছে।