বিনামূল্যে উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার মেয়াদ বাড়ালো কেন্দ্র

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতে করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়তেই দেশের দুঃস্থ দরিদ্র মানুষদের স্বস্তি দিতে কেন্দ্র সরকারের তরফ থেকে উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে তিন মাসের জন্য রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেই মেয়াদ শেষ হয়েছে জুন মাসে। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকেই বিনামূল্যে এই গ্যাস সিলিন্ডার বিতরণের মেয়াদ আরও বাড়ানো হলো। কেন্দ্র সরকারের তরফ থেকেও শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ালো আরও তিন মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাড়েকর বুধবার সাংবাদিক বৈঠক করে এমন ঘোষণার কথা জানান।

করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর থেকেই কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল, মে ও জুন মাসে ১৪.২ কেজির তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে পাবেন উজ্জ্বলা যোজনার আওতায় থাকা দেশের দুঃস্থ দরিদ্র মানুষেরা। কেন্দ্র সরকারের পরিসংখ্যান অনুযায়ী এই তিন মাসে দেশের ৮ কোটি গ্রাহক এই সুবিধা পেয়েছেন। আর আগামী তিন মাসও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় একই সুবিধা পাবেন গ্রাহকরা।

বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার মেয়াদ বাড়ানোর কারণ হিসাবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাড়েকর জানিয়েছেন, গত তিন মাসে দেশের সমস্ত গ্রামীণ এবং দরিদ্র পরিবারগুলি উজ্জ্বলা প্রকল্পের অধীনে প্রতি মাসে একটি করে রান্নার গ্যাস সিলিন্ডার নিতে পারেননি। অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীর কথা অনুযায়ী, সরকারের তরফ থেকে গ্রাহকদের যে তিনটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছিল সেই কোটা অনেকেই পূরণ করতে পারেননি। আর এই পরিস্থিতি বিবেচনা করেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিনামূল্যে এই রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নেন।

আগামী তিন মাস এই রান্নার গ্যাস বিনামূল্যে পাওয়ার সুবিধা কারা পাবেন?

কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী উজ্জ্বলা যোজনায় যে তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছিল সেই তিনটি গ্যাস সিলিন্ডার বহু গ্রাহকই নিতে পারেননি। অর্থাৎ পরপর তিন মাসে তিনটি সিলিন্ডার তারা নিতে পারেননি। অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে একটি অথবা দুটি সিলিন্ডার নিয়েছেন। সুতরাং বাকি সিলিন্ডারগুলি তোলার জন্য আরও তিন মাস মেয়াদ বাড়ালো কেন্দ্র। অর্থাৎ কেন্দ্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসকল গ্রাহকরা এখনো পর্যন্ত তিনটি সিলিন্ডারের কোটা পূরণ করতে পারেননি তারা তাদের কোটা পূরণ করতে পারবেন সেপ্টেম্বর মাসের মধ্যে।

প্রসঙ্গত, কেন্দ্র সরকারের তরফ থেকে উজ্জ্বলা যোজনায় গ্রাহকদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার যে পদ্ধতি এনেছিল তাতে প্রথমেই গ্রাহকদের অ্যাকাউন্টে গ্যাস সিলিন্ডারের টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছিল। সেই টাকা দিয়ে একটি সিলিন্ডার কেনার পর দ্বিতীয় সিলিন্ডারের টাকা অগ্রিম অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছিল। ঠিক একই সুবিধা পাওয়া যাবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। অর্থাৎ যারা একটি বা দুটি সিলিন্ডারের টাকা পেয়েছেন তারা বাকি সিলিন্ডারের টাকা পাবেন সেপ্টেম্বর মাস পর্যন্ত।