আর্থিক নয়ছয় রুখতে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে RBI-এর অধীনে আনার সিদ্ধান্ত কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : পাঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কের আর্থিক নয়ছয়ের কারণে ভোগান্তির শিকার হতে হয়েছে গ্রাহকদের। আর্থিক নয়-ছয়ের কারনে এই ব্যাঙ্কগুলির উপর বিধি নিষেধ আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যে কারণে দুশ্চিন্তায় রাত কাটছে ব্যাঙ্কের গ্রাহকদের। তবে এবার এই একই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য দেশের সমস্ত কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের পর অধ্যাদেশ জারি হবে বলে জানানো হয়েছে।

দেশের বিভিন্ন শহরে এখনও পর্যন্ত ১৪৮২ টি শহুরে সমবায় ব্যাঙ্ক রয়েছে। আর ৫৮টি সমবায় ব্যাঙ্ক অথবা কো-অপারেটিভ ব্যাঙ্ক রয়েছে রাজ্যগুলিতে। আর এই সকল কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিতে বর্তমানে দেশের মোট অ্যাকাউন্ট সংখ্যা হল প্রায় ৮ কোটি ৬০ লক্ষ। পাশাপাশি আমানতের পরিমাণ প্রায় ৪.৮৪ লক্ষ কোটি টাকা। আর এই সিদ্ধান্ত গ্রহণের পর দেশের সরকারি ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক যেমন রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশাবলী মেনে চলে ঠিক তেমনই মেনে চলতে হবে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকেও। কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্তে আমানতকারীদের আমানত নিশ্চিত এবং সুরক্ষিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

পাঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কে গত বছর সেপ্টেম্বর মাসে আর্থিক নয়-ছয়ের অভিযোগ ওঠে। যার পরেই ওই সকল ব্যাঙ্কের গ্রাহকদের হেনস্থা হতে হয়েছিল। ব্যাঙ্ক থেকে গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে উর্ধ্বসীমা জারি করা হয়। পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওই ব্যাঙ্কগুলির বোর্ড ভেঙে ব্যাঙ্কের রাশ নিজেদের হাতে নেয়। গত বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের আওতায় আনার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু বিল পাশ না হওয়ায় অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।