নিজস্ব প্রতিবেদন : দেশের কৃষকদের জন্য কেন্দ্র সরকার বিভিন্ন সময় নানান ধরনের প্রকল্পের উদ্বোধন করে থাকে। ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর কৃষকদের জন্য চালু করেছে কৃষক সম্মান নিধি যোজনা। যে যোজনার আওতায় থাকা কৃষকরা তিন কিস্তিতে বছরে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা পেয়ে থাকেন। আর এই টাকার পরিমাণ আগামী দিনে বৃদ্ধি পেতে পারে বলে সূত্রের খবর।
কেন্দ্রের এই কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পকে টেক্কা দিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রয়েছে কৃষক বন্ধু নামে একটি প্রকল্প। কেন্দ্র এবং রাজ্যের এই দুই প্রকল্প নিয়ে সদ্যসমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনের সময় দুই শিবিরকে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করতে দেখা গিয়েছে। তবে তৃণমূল সরকার প্রত্যাবর্তন করার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দ্বিগুণ করার ঘোষণা করে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ১০০০০ টাকা করে পাবেন বলে জানানো হয়।
এমত অবস্থায় সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্র সরকারও তাদের কৃষক সম্মান নিধি যোজনা প্রকল্পের কিস্তির টাকা দ্বিগুণ করতে চলেছে। যদি এই সূত্রের খবর বাস্তবায়িত হয় তাহলে কৃষক সম্মান নিধি যোজনা প্রকল্পের আওতায় থাকা কৃষকরা বছরে ১২০০০ টাকা করে পাবেন। বছরে তিনটি কিস্তিতে চার হাজার টাকা করে দেওয়া হবে।
প্রসঙ্গত, কৃষক সম্মান নিধি যোজনা দীর্ঘদিন ধরে চালু হলেও পশ্চিমবঙ্গের কৃষকরা এই প্রকল্পের সুবিধা পেতেন না। সম্প্রতি এই প্রকল্প পশ্চিমবঙ্গের চালু হয়েছে। প্রকল্প চালু হওয়ার পর যে সকল কৃষকরা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন তারা দুটি কিস্তির টাকা পেয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে মোট ৬৮ লক্ষ হিসেবে রয়েছেন, যাদের মধ্যে এখনো ২৬ লক্ষের মতো কৃষকের নাম কৃষক সম্মান নিধি যোজনা প্রকল্পের আওতায় নথিভূক্ত হয়েছে।