গ্রাহকদের জন্য সুখবর, এই ব্যাঙ্কে বাড়লো FD-র সুদ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। এই রেপো রেট বৃদ্ধি হওয়ার ফলে যেমন ঋণগ্রহীতাদের বেশি পরিমাণে সুদ গুনতে হবে, ঠিক তেমনি আবার সুবিধা বৃদ্ধি পাচ্ছে আমানতকারীদের। কারণ তাদেরও ফিক্সড ডিপোজিট সহ অন্যান্য স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি পাচ্ছে।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মে এবং জুন মাসে পরপর দুবার রেপো রেট বৃদ্ধি করেছে। মে মাসে রেপো রেট বৃদ্ধি করা হয় ৪০ বেসিস পয়েন্ট এবং জুন মাসে ফের একবার রিপোর্ট বৃদ্ধি করা হয় ৫০ বেসিস পয়েন্ট। পরপর দু’বার এই রেপো রেট বৃদ্ধি হওয়ার ফলে বর্তমানে রেপো রেট দাঁড়িয়েছে ৪.৯০%। এই রেপো রেট বৃদ্ধি হওয়ার পর স্থায়ী আমানতের সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisements

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু’কোটি টাকা পর্যন্ত স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করেছে। নতুন ঘোষণা অনুযায়ী জানানো হয়েছে, ৭ থেকে ১৪ দিন মেয়াদের জন্য সুদের হার ২.৭৫ শতাংশ। ১৫ থেকে ৩০ দিন মেয়াদের জন্য সুদের হার ২.৯ শতাংশ। ৩১ থেকে ৪৫ দিন মেয়াদের জন্য সুদের হার ২.৯ শতাংশ। ৪৬ থেকে ৫৯ দিন মেয়াদের জন্য সুদের হার ৩.২৫ শতাংশ।

Advertisements

অন্যদিকে ৬০ থেকে ৯০ দিন মেয়াদের জন্য সুদের হার ৩.২৫ শতাংশ। ৯১ থেকে ১৭৯ দিন মেয়াদের জন্য সুদের হার ৩.৮ শতাংশ। ১৮০ থেকে ২৭০ দিন মেয়াদের জন্য সুদের হার ৪.৩৫ শতাংশ। ২৭১ থেকে ৩৬৪ দিন মেয়াদের জন্য সুদের হার ৪.৩৫ শতাংশ। ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হা ৫.২ শতাংশ। ২ থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৫.৩ শতাংশ। ৩ থেকে ৫ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৫.৩৫ শতাংশ। ১ থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৫.৬ শতাংশ।

২ কোটি টাকা বা তার বেশি স্থায়ী আমানতের ক্ষেত্রেও সুদের হারে পরিবর্তন আনা হয়েছে। এ ক্ষেত্রে সর্বনিম্ন ৩ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৩.৫ শতাংশ পর্যন্ত পেতে পারেন আমানতকারীরা। ১০ জুন থেকে নতুন এই সুদের হার কার্যকর করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisements