নিজস্ব প্রতিবেদন : গাড়ির মালিকের জন্য ফের একবার স্বস্তি এবং সুখবর দিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রকের তরফ থেকে রবিবার জানিয়ে দেওয়া হলো গাড়ির কাগজপত্র পুনর্নবীকরণের সময়সীমা বাড়ানোর কথা। তবে এই সময়সীমা এই প্রথম বাড়ানো হচ্ছে এমনটা নয়, লকডাউন চলাকালীন দফায় দফায় এর সময়সীমা বাড়ানো হয়েছিল।
রবিবার কেন্দ্রীয় পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রীর নীতিন গড়কড়ি একটি নির্দেশিকায় জানান, ফিটনেস কাগজ, সমস্ত রকম পারমিট, Driving License, রেজিস্ট্রেশন এবং এই সম্বন্ধীয় গাড়ি সংক্রান্ত সমস্ত কাগজপত্রের মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হলো। যাদের এই সকল কাগজপত্র ফেব্রুয়ারি মাসের ১ তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে তারাও আগামী বছর মার্চ মাস পর্যন্ত সেই সকল কাগজপত্রের পুনর্নবীকরণের সময়সীমা পাবেন।
কেন্দ্র সরকারের তরফ থেকে এই নির্দেশিকা দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে লাগু হবে বলে জানানো হয়েছে। মোটর ভেহিকেলস অ্যাক্ট ১৯৮৮ ও সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুলস ১৯৮৯ মেনে গাড়ির মালিক এবং চালকরা এই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র আগামী বছর মার্চ মাস পর্যন্ত পুনর্নবীকরণের সময় পাচ্ছেন।
It was advised that the validity of Fitness, Permit (all types), License, Registration or any other concerned document(s) may be treated to be valid till 31st December 2020.
— Nitin Gadkari (@nitin_gadkari) December 27, 2020
Taking into consideration the need to prevent the spread of COVID-19 , it is further advised that all of the above referred documents may be treated to be valid till 31st March 2021.
— Nitin Gadkari (@nitin_gadkari) December 27, 2020
This covers all documents whose validity has expired since 1st Feb, 2020 or would expire by 31st March 2021. Enforcement authorities are advised to treat such documents valid till 31st of March 2021.
— Nitin Gadkari (@nitin_gadkari) December 27, 2020
This will help out citizens in availing transport related services, while maintaining social distancing .
— Nitin Gadkari (@nitin_gadkari) December 27, 2020
এর আগে এই পুনর্নবীকরণের সময়সীমা একাধিকবার বাড়ানোর পর অন্তিম সময়সীমা হিসাবে ২০২০ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখ ধার্য করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক পুনরায় এই সকল কাগজ পত্রের মেয়াদ তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিলো।