সুখবর, Driving License থেকে গাড়ির কাগজপত্রের পুনর্নবীকরণের সময়সীমা বাড়ালো কেন্দ্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গাড়ির মালিকের জন্য ফের একবার স্বস্তি এবং সুখবর দিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রকের তরফ থেকে রবিবার জানিয়ে দেওয়া হলো গাড়ির কাগজপত্র পুনর্নবীকরণের সময়সীমা বাড়ানোর কথা। তবে এই সময়সীমা এই প্রথম বাড়ানো হচ্ছে এমনটা নয়, লকডাউন চলাকালীন দফায় দফায় এর সময়সীমা বাড়ানো হয়েছিল।

Advertisements

রবিবার কেন্দ্রীয় পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রীর নীতিন গড়কড়ি একটি নির্দেশিকায় জানান, ফিটনেস কাগজ, সমস্ত রকম পারমিট, Driving License, রেজিস্ট্রেশন এবং এই সম্বন্ধীয় গাড়ি সংক্রান্ত সমস্ত কাগজপত্রের মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হলো। যাদের এই সকল কাগজপত্র ফেব্রুয়ারি মাসের ১ তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে তারাও আগামী বছর মার্চ মাস পর্যন্ত সেই সকল কাগজপত্রের পুনর্নবীকরণের সময়সীমা পাবেন।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে এই নির্দেশিকা দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে লাগু হবে বলে জানানো হয়েছে। মোটর ভেহিকেলস অ্যাক্ট ১৯৮৮ ও সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুলস ১৯৮৯ মেনে গাড়ির মালিক এবং চালকরা এই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র আগামী বছর মার্চ মাস পর্যন্ত পুনর্নবীকরণের সময় পাচ্ছেন।

Advertisements

এর আগে এই পুনর্নবীকরণের সময়সীমা একাধিকবার বাড়ানোর পর অন্তিম সময়সীমা হিসাবে ২০২০ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখ ধার্য করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক পুনরায় এই সকল কাগজ পত্রের মেয়াদ তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিলো।

Advertisements