অত্যাবশ্যকীয় পণ্য থেকে বাদ চাল ডাল আলু পেঁয়াজ, উপকৃত হবেন চাষীরা

নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাসের জেরে জর্জরিত বিশ্ব অর্থনীতি। আর এই অবস্থায় ধুঁকছে ভারতের অর্থনীতিও, ধুঁকছে কৃষকরা। যে কারণে কৃষক ও কৃষি ক্ষেত্রের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে তিনটি বড় সিদ্ধান্ত নেওয়া হলো। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষক ও কৃষি ক্ষেত্রের জন্য এই তিনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর এই সকল সিদ্ধান্তের কারণে উপকৃত হবেন দেশের চাষিরা বলেই মনে করা হচ্ছে।

বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানান, অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করছে কেন্দ্র সরকার। এতে উপকৃত হবেন দেশের চাষিরা। আর এই সংশোধনীর ফলে দেশের চাষিরা নিজেদের ইচ্ছেমতো দাম বুঝে ফসল বিক্রি করতে পারবেন। অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনের পাশাপাশি এই আইন থেকে বাদ দেওয়া হয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজকে।

কিন্তু এই অত্যাবশ্যকীয় পণ্য আইন থেকে বাদ দেওয়ার ফলে চাষীরা কিভাবে উপকার হবে ন?

সে বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানান, যখন এই চাল, ডাল, আলু, পেঁয়াজ অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় ছিল তখন চাষী অথবা ব্যবসায়ীরা কৃষিপণ্য একটা সীমার বাইরে মজুদ করে রাখতে পারতেন না। ফলে কোন বছর ভালো ফলন হলে সেই সকল ফসল তাদের জলের দামে বিক্রি করে দিতে হতো। এবার বেশি ফলন হলে তারা জলের দামে বিক্রি না করে তা নিজেরাই মজুদ রাখতে পারবেন। আর আইন সংশোধনের ফলে এজন্য তাদেরকে কোনো জরিমানা দিতে হবে না।

তবে এক্ষেত্রে কালোবাজারি হওয়ার সম্ভাবনাও রয়েছে। যে কারণে সরকারের বক্তব্য সেক্ষেত্রেও কিছু শর্ত রাখা হয়েছে। যেমন কোন কৃষি পণ্যের দাম বেড়ে গেলে তার মজুদের সীমা কমিয়ে দেওয়া হবে। একইভাবে প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্য কোনো প্রতিকূল পরিস্থিতিতে এই আইনের পরিবর্তন ঘটানো হবে।