Small Savings New Interest Rate: সুকন্যা সমৃদ্ধি থেকে পিপিএফ, জারি হল নতুন সুদের রেট! বাড়লো না কমলো?

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি সচেতন নাগরিক নিজেদের এবং সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে বিভিন্ন ক্ষেত্রে সেভিংস করে থাকেন। অনেকে সেভিংস করে থাকেন শেয়ার মার্কেটে, অনেকে সেভিংস করেন মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট ইত্যাদিতে। আবার অনেকে সঞ্চয় করে থাকেন সরকারি স্বল্প সঞ্চয়ের বিভিন্ন স্কিমে (Small Savings)।

স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে যে সকল স্কিম রয়েছে সেগুলির সুদের হার (Small Savings New Interest Rate) তিনমাস অন্তর অন্তর ঘোষণা করা হয়। যে কারণে এই সকল প্রকল্পে লাভ অনেক বেশি পাওয়া যায় আর লাভ বেশি পাওয়ার কারণে দিন দিন এই সকল প্রকল্পের জনপ্রিয়তা বাড়ছে। স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে যে সকল স্কিম রয়েছে সেগুলি হল সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, পোস্ট অফিস টাইম ডিপোজিট ইত্যাদি।

স্বল্প সঞ্চয়ের যে সকল স্কিম রয়েছে সেই সকল স্কিমের ক্ষেত্রে আগামী তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কত সুদ পাওয়া যাবে তা শুক্রবার কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে ঘোষণা করা হয় নতুন সুদের হার। পিপিএফ-এর ক্ষেত্রে নতুন সুদের হার ঘোষণা করা হয়েছে ৭.১%। সঞ্চয় আমানতের ক্ষেত্রে সুদের হার রাখা হয়েছে ৪%।

আরও পড়ুন 👉 WB Teachers HRA: লটারি লাগলো রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের! DA-র পাশাপাশি ৬% সুদে মিলবে এই ভাতা, নির্দেশ হাইকোর্টে

কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে সুদের হার রাখা হয়েছে ৭.৫%, এক্ষেত্রে ১১৫ মাসের মধ্যে জমা করা টাকা ডবল হবে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে সুদের হার রাখা হয়েছে ৭.৭%। মাসিক আয়ের ক্ষেত্রে যে প্রকল্প রয়েছে অর্থাৎ এমআইএস, তাতে সুদ পাওয়া যাবে ৭.৪%। পোস্ট অফিসের টাইম ডিপোজিটের ক্ষেত্রে এক বছরের জন্য সুদ পাওয়া যাবে ৬.৯%, দু’বছরের জন্য ৭%, তিন বছরের জন্য ৭.১%, পাঁচ বছরের জন্য ৭.৫%।

পাঁচ বছরের জন্য রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৬.৭%, সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের ক্ষেত্রে সুদের হার ৮.২%, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ক্ষেত্রে সুদ ৮.২%। কেন্দ্র সরকারের তরফ থেকে এই সকল সেভিংস স্কিমের উপর চলতি ত্রৈমাসিকে যা সুদ রাখা হয়েছিল সেই একই সুদ আগামী তিন মাসের জন্যও রাখা হয়েছে। এর ফলে সুদ বৃদ্ধি নিয়ে যারা আশায় ছিলেন তাদের আশা পূর্ণ হল না।