৩ মাস বিনামূল্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস, বড় ঘোষণা কেন্দ্রের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের পাশাপাশি করোনাভাইরাস গ্রাস করেছে ভারতকে।দিনের পর দিন বেড়েই চলেছে এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা। আর এই সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংক্রমণ ঠেকানোর জন্য দেশের মানুষকে বাড়িতে থাকার অনুরোধ জানান। তবে এই লকডাউন চলাকালীন সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত তারা হলেন নিম্নমধ্যবিত্ত, দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। কারণ তাদের রোজগারের উৎস এখন আর নেই বললেই চলে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে এই লকডাউনের মাঝেই ওই সকল মানুষদের জন্য বড় ঘোষণা, সুখবর শোনাল মোদি সরকার।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য যখন মানুষ ঘরবন্দি তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ নয়া ঘোষণা করেন। এই ঘোষণার মাধ্যমে জানানো হয় আগামী তিন মাস বিপিএল তালিকা ভুক্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যেসকল পরিবারগুলির রান্নার গ্যাস রয়েছে তারা সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন। যার পরেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় থাকা অজস্র পরিবারগুলির মুখে হাসি ফোটে।

দেশজুড়ে ৮.৩ কোটি পরিবার এই যোজনায় রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন। আর এই সকল পরিবারগুলির সাথে যুক্ত কমকরে ৩৫ কোটি মানুষ। যে কারণে কেন্দ্র সরকারের এই ঘোষণায় ৩৫ কোটি মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।