নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক পরেই দেশজুড়ে পালিত হবে ৭৮ তম স্বাধীনতা দিবস। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক বছর ছুটি (15th August Holiday) থাকে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের। তবে এই বছর এই ছুটি নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যে নির্দেশিকায় স্বাধীনতা দিবসের ছুটি বহু সরকারি কর্মচারীদের জলে যাবে।
সাধারণ ছুটি হওয়ার কারণে ১৫ আগস্ট দেশের সমস্ত স্কুল, কলেজ, অফিস, কাছারি বন্ধ রাখা হয়। অন্যান্য বছরের মতো এই বছরও সরকারের তরফ থেকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে। তবে ওই দিনই বেশ কিছু কেন্দ্রীয় সরকারি আধিকারিক ও কর্মীদের ছুটে যেতে হবে লালকেল্লায়। তাদের লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
১৫ আগস্টের ছুটিতে স্বাধীনতা দিবস পালনের জন্য নির্দিষ্ট করে দেওয়া আধিকারিক ও কর্মীদের লালকেল্লা ছুটে যাওয়ার কারণে তারা ঐদিন আর বাড়িতে বসে অথবা কোথাও ঘুরতে গিয়ে ছুটি কাটাতে পারবেন না। ক্যাবিনেট সচিব রাজীব গাউবা এমন নির্দেশিকা জারি করেছেন। এমন নির্দেশিকা জারি করা হয়েছে মূলত আমন্ত্রিত আধিকারিক ও আমন্ত্রিত সরকারি কর্মচারীদের জন্য। এমন নির্দেশিকা জারি করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে।
আরও পড়ুন ? Ind vs SL: ১২ বছর পর আন্তর্জাতিক এক দিবসীয় ক্রিকেটে একই ঘটনা টিম ইন্ডিয়ার, সাক্ষী থাকলো গোটা বিশ্ব
স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় উপস্থিত থাকা নিয়ে আমন্ত্রিত আধিকারিক ও কর্মীদের নির্দিষ্ট করে জারি করা ওই কড়া নির্দেশিকায় জানানো হয়েছে, আমন্ত্রিত কোন আধিকারিক অথবা কর্মী যদি উপস্থিত না থাকেন তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আসলে বিগত বেশ কিছু বছর ধরে স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় আমন্ত্রিত থাকলেও অনেক আধিকারিক ও সরকারি কর্মচারীরা উপস্থিত হননি। কিন্তু এবার তা মেনে নেওয়া হবে না।
লালকেল্লায় স্বাধীনতা দিবস পালন করার জন্য বিভিন্ন দপ্তরের বহু আধিকারিক ও কর্মীদের আমন্ত্রণ জানানো হয়। তাদের সবার উপস্থিতিতেই স্বাধীনতা দিবস উজ্জ্বল রূপ নেয়। কিন্তু পরিকল্পনা থাকা সত্ত্বেও যেহেতু অনেকে উপস্থিত হন না তাই সমস্যা তৈরি হয়। এইরকম পরিস্থিতি থেকে এবার রক্ষা পেতেই সরকারের তরফ থেকে এমন নির্দেশিকা জারি করা হয়েছে। তবে ওই দিন অন্যান্য সরকারি কর্মচারীদের সাধারণ নিয়ম অনুযায়ী ছুটি থাকবে। যদিও স্কুল, কলেজ, অফিস, কাছাড়িতে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের নির্দেশিকা রয়েছে বছরের পর বছর ধরে।