Central Govt Employees Salary: যেকোনো সময় হতে পারে বড় ঘোষণা, যেকোনো সময় বেতন বৃদ্ধির খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা

Prosun Kanti Das

Published on:

Central government employees can get information about salary increases at any time: সম্প্রতি সারা ভারত জুড়ে আয়োজিত হয়েছিল লোকসভা ভোট। আবারও ভারতের শাসন ক্ষমতা এসেছে এনডিএ জোটের হাতে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ করার সাথে সাথেই তিনি পিএম কিষান যোজনার আওতাধীন একাধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া টাকা সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছেন। এরপর পালা সরকারি কর্মীদের। খুব শীঘ্রই হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন (Central Govt Employees Salary) বাড়ানো হতে পারে। কর্মীদের জন্য অনেক বড় উপহার তৈরি করতে ব্যস্ত কেন্দ্রীয় সরকার।

রাজ্য সরকারের তুলনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির হার নিয়ে এমনিতেই বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। এইবার সেই আলোচনা আরো কিছুটা বেড়ে যেতে পারে। কারণ, খুব শীঘ্রই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিয়ের পরিমাণ। তথ্য সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিয়ের পরিমাণ ৪ শতাংশ বাড়ানো (Central Govt Employees Salary) হতে চলেছে। এছাড়াও ফিটম্যান্ট ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের জন্য। পরপর ২ টি সুখবর পাওয়া যেতে পারে আর কিছুদিনের মধ্যেই। খবর ২ টি সত্যি হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত সুখের আভাস নিয়ে আসতে পারে এই ঘোষণা ২ টি।

রাজ্য সরকারের তুলনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিয়ের পরিমাণ অনেকটাই বেশি। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারী কর্মীরা ৫০ শতাংশ ডিএ পাচ্ছিলেন। খুব শীঘ্রই তা আরো ৪ শতাংশ বেড়ে যেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ডিয়ের পরিমাণ সত্যি সত্যি বর্ধিত হলে তা দাঁড়াবে ৫৪ শতাংশে। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো সঠিক কোন তথ্য জানানো হয়নি। তবুও বিশেষজ্ঞদের অনুমান যে তাদের গণনায় কোন ভুল নেই। খুব শীঘ্রই বাড়ানো হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর পরিমাণ। ডিএ বাড়ানোর ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম প্রয়োগ করা হয়।

আরও পড়ুন 👉 New Law For India: মেসেজে FIR, ১০ বছর জেল, ১০ লক্ষ টাকা জরিমানা! ভারতের চালু হল নতুন আইন

৫০ শতাংশ ডিএ পাওয়া মানে তাকে শূন্য ধরে নেওয়া হয়। এরপর আবার নতুন করে ১ থেকে গুনতি শুরু হয়। অর্থাৎ ডিএর পরিমাণ ৫০ শতাংশ হলে বর্ধিত ৪ শতাংশ ডিএ কে ৪ শতাংশ ডিএডিআর হিসেবে ধরা হবে। গোটা দেশের প্রায় ১ কোটি মানুষ এই বিশেষ সুবিধাটি পেতে চলেছেন। ছোট্ট ১ টি হিসেবে মধ্যে দিয়ে বিষয়টি বুঝে নেয়া যাক। কোন ব্যক্তির মাসিক আয় যদি ৪০ হাজার টাকা হয় তাহলে তার সাথে অতিরিক্ত ৪ শতাংশ ডিএডিআর মিলে মোট মাইনের পরিমাণ দাঁড়াবে ৪১,৬০০ টাকায়। অর্থাৎ বাৎসরিক প্রায় ১৯,২০০ টাকা অতিরিক্ত উপার্জন (Central Govt Employees Salary) করতে পারবে কিন্তু সরকারি কর্মীরা।

এছাড়াও রয়েছে ফিটম্যান্ট ফ্যাক্টরি। বহুদিন ধরে এই বিষয়ে দাবি করছিলেন কর্মীরা। এতদিন পর্যন্ত ফিটম্যান্ট ফ্যাক্টরির জন্য দেওয়া হতো ২.৬০ টাকা। এখন থেকে তা বাড়িয়ে ৩ গুণ করা হয়েছে। যদি তাই হয় তাহলে বেসিক পেতেও ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। যদিও সবকিছুই অনুমান নির্ভর আসলে ২০১৪ সালে শেষ পে কমিশন গঠন করা হয়েছিল। মোটামুটি ১০ বছর পর পর পে কমিশন গঠন করা হয়। সেই হিসেবে অনুযায়ী ২০২৪ সালে অষ্টম পে কমিশন গঠিত হবার কথা। তাই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন (Central Govt Employees Salary) বৃদ্ধির বিষয়ে আশাবাদী বিশেষজ্ঞরা।