DA বাড়ালো কেন্দ্র, কারা হবেন আওতাভুক্ত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুখবর দিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে সপ্তম পে কমিশন অনুযায়ী DA বাড়ানোর ঘোষণা আগেই করা হয়েছে।

Advertisements

এর পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে আরও সুখবর দিয়ে জানানো হয়েছে, যে সকল সরকারি কর্মচারীরা পঞ্চম এবং ষষ্ঠ পে কমিশন অনুযায়ী বেতন পেয়ে থাকেন তাদেরও DA বৃদ্ধি হল। এর পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে DR।

Advertisements

এই সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেশ ভালো সময় যাচ্ছে। এতদিন DA নিয়ে এই সকল সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে নানান জটিলতা থাকার পাশাপাশি ছিল নানান জিজ্ঞাস্য। তবে তা কেটে গিয়ে সুখবর সরকারি কর্মচারীদের জন্য। সরকারি কর্মচারীদের বেতন হয়ে থাকে বিভিন্ন পে-কমিশন ধরে। এই পে-কমিশনের মধ্যে যেমন রয়েছে সপ্তম পে-কমিশন ঠিক তেমনি রয়েছে পঞ্চম ও ষষ্ঠ পে কমিশন।

Advertisements

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে, পঞ্চম পে কমিশনের অন্তর্গত সরকারি কর্মচারীরা এবার অতিরিক্ত ১৩% DA পাবেন। ফলে এক ধাক্কায় বিপুল পরিমাণ বাড়ল DA৷ পঞ্চম বেতন কমিশন অনুযায়ী এই DA বৃদ্ধির রেট ৩৬৮% থেকে বেড়ে ৩৮১% হয়েছে। অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী এই DA বৃদ্ধির পরিমাণ হয়েছে ১৯৬% থেকে ২০৩%। শুধু DA নয়, পাল্লা দিয়ে বেড়েছে DR-ও৷

নতুন এই ঘোষণা অনুযায়ী যেমন কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের DA বৃদ্ধি পাচ্ছে না ঠিক তেমনি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও DR বৃদ্ধি হয়েছে। সব মিলিয়ে উভয়পক্ষের জন্যই সুখবর দিয়েছে কেন্দ্র সরকার। পাশাপাশি এই সুখবরের সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং তাদের দীর্ঘদিনের যে দাবি-দাওয়া ছিল তাও অনেকটা পূরণ হয়েছে।

Advertisements