সুখবর, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ালো কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সবার কাছে যাতে ন্যূনতম চাহিদা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন (Ration) ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থার মধ্য দিয়ে স্বল্পমূল্যে বা বিনামূল্যে চাল, ডাল দেওয়া হয়ে থাকে। দেশের ৮০ কোটির বেশি মানুষ এমন সুবিধা পান। এই রেশন ব্যবস্থার উপর নির্ভর করে বহু মানুষ রয়েছেন যাদের সংসার চলে।

Advertisements

অন্যদিকে করোনা অতিমারি ছড়িয়ে পড়ার পর যখন দেশজুড়ে লকডাউন জারি করা হয় সেই সময় দেশের কোটি কোটি মানুষের অন্ন সংস্থান হয়ে দাঁড়িয়েছিল রেশন ব্যবস্থা। সেই সময় থেকে বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী দেওয়ার বন্দোবস্ত করা হয়। এখনো সেই বিনামূল্যে রেশনে খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা চলছে।

Advertisements

অন্যদিকে এমন গুরুত্বপূর্ণ একটি পরিষেবার ক্ষেত্রে যাতে কোনরকম কারচুপি করা না যায় তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর বন্দোবস্ত করে। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কেন্দ্রের তরফ থেকে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়। কেন্দ্রের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ কাজের জন্য অন্তিম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ২০২৩ সালের ৩১ মার্চ। তবে সেই সময়সীমা এবার বাড়ানো হলো।

Advertisements

কেন্দ্রের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যে সকল উপভোগ তারা এখনো পর্যন্ত তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার নেই তারা আরও একবার সুযোগ পাবেন আধার লিঙ্ক করিয়ে নেওয়ার জন্য। এর জন্য কেন্দ্রের তরফ থেকে সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত।

রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক অফলাইন এবং অনলাইন দুই ভাবেই করা যেতে পারে। অনলাইনে করার জন্য নিজের নিজের রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) ওয়েবসাইট খুলতে হবে এবং সেখানেই খুব সহজে এমন লিঙ্ক করানো যেতে পারে। অফলাইনে লিঙ্ক করানোর জন্য নিকটবর্তী পিডিএস অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা রেশন দোকানে যেতে হবে এবং সেখানে প্রয়োজনীয় সমস্ত নথি দিতে হবে।

Advertisements