চালু রাখতে হবে পরিষেবা, কেবল টিভি অপারেটরদের কড়া বার্তা কেন্দ্রের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে জারি হয়েছে লকডাউন। আর এই লকডাউনের পরিস্থিতিতে মানুষ যখন গৃহবন্দী তখন কোনোভাবেই বন্ধ রাখা যাবে না কেবল টিভির সম্প্রচার। আর এবিষয়ে এবার কড়া পদক্ষেপ নিলো কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তাদের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে সম্প্রচার সংস্থা, ডিটিএইচ ও কেবল অপারেটরদের। জানানো হয়েছে, পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়ে।

Advertisements

Advertisements

এর আগেও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। যাতে বলা হয়েছিল, কোন গ্রাহক যদি এক মাসের টাকা দিতে না পারেন তাহলে তার পরিষেবা যেন বন্ধ করে না দেওয়া হয়। তবে গত ২৪শে মার্চ থেকে ২১ দিনের যে লকডাউন জারি করা হয়েছিল তার মেয়াদ শেষ হবে আগামীকাল। কিন্তু ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্য লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে ৩০ শে এপ্রিল পর্যন্ত। এখন অপেক্ষা কেন্দ্র সরকার লকডাউনের মেয়াদ নিয়ে আগামীকাল কি ঘোষণা করে। তবে আগামীকাল প্রধানমন্ত্রীর কিছু ঘোষণার আগেই ১১ই এপ্রিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে কেবল টিভি অপারেটরদের জন্য এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisements

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে কেবল টিভি অপারেটরদের উদ্দেশ্যে চিঠিতে লেখা হয়েছে, বর্তমান কঠিন পরিস্থিতিতে প্রত্যেকেই কিছু না কিছু কিছু কৃচ্ছসাধন করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ঘরে রাখার ক্ষেত্রে যা যা করণীয় তাই করতে হবে।

করোনা সতর্কতায় মার্চ মাসের প্রথম থেকেই বন্ধ শ্যুটিং। যে কারণে সিরিয়াল অথবা অন্যান্য রিয়েলিটি শো’র ক্ষেত্রে নতুন এপিসোডের দেখা না মিললেও মানুষের মধ্যে বিনোদন বজায় রাখতে রামায়ণ, শক্তিমান, সার্কাস ইত্যাদি ১৯ দশকের ধারাবাহিকগুলিকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। যাতে করে গৃহবন্দী থাকলেও যেন সময় কিছুটা কাটে।

Advertisements