New Industrial City: সাড়ে ২৮ হাজার কোটি টাকায় তৈরি হবে ১২টি নতুন শিল্পনগরী, সম্মতি দিল কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ কেন্দ্র সরকারের তরফ থেকে দেশে ১২টি নতুন শিল্পনগরী (New Industrial City) তৈরি করার সম্মতি দেওয়া হয়েছে। যে সকল শিল্পনগরী তৈরি করতে খরচ হবে প্রায় সাড়ে ২৮ হাজার কোটি টাকা। এমন বিপুল টাকার বিনিময়ে ১২টি নতুন শিল্পনগরী তৈরির সম্মতি দেওয়ায় তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। এই সকল শিল্প নগরী কোথায় কোথায় তৈরি হবে? বাংলায় কোন শিল্পনগরী তৈরি হচ্ছে কিনা চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

কেন্দ্র সরকারের তরফে দেশের ৬টি গুরুত্বপূর্ণ শিল্প করিডরে ওই ১২টি শিল্পনগরী তৈরি করার সম্মতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে এমন সম্মতি দেওয়া হয় বুধবার। আর সম্মতি দেওয়ার পর কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের ১০ টি রাজ্যে ঐ সকল শিল্প নগরী তৈরি করা হবে স্মার্ট সিটির ধাঁচে। এমন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মূলত ব্যবসায়িক সংস্থাগুলি জমি জায়গা নিয়েই তাদের ব্যবসার কাজ শুরু করে দিতে পারে সেই লক্ষ্য নিয়ে। যেখানে পরিকাঠামো থেকে প্রশাসনিক সমস্ত রকম ব্যবস্থা থাকবে।

Advertisements

প্রাথমিকভাবে এমন ১২টি স্মার্টসিটি তৈরি করার জন্য ২৮ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সকল শিল্পনগরী তৈরি হলে সেখানে ১.৫২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বিপুল পরিমাণ এই টাকা বিনিয়োগের সম্ভাবনা থাকার পাশাপাশি প্রত্যক্ষ ভাবে ১০ লক্ষ এবং পরোক্ষভাবে ৩০ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কোথায় কোথায় এমন শিল্পনগরী তৈরি করা হবে তা খতিয়ে দেখা হয়েছে প্রধানমন্ত্রীর গতিশক্তি প্রকল্পের অধীনে।

Advertisements

আরও পড়ুন : Mission Chandrayaan: চাঁদের অন্ধকারে আলো জ্বালাতে প্রস্তুত ইসরো, লক্ষ্য চন্দ্রযান ফোরের অবিশ্বাস্য মিশন

শিল্পনগরী তৈরি করার ক্ষেত্রে কোথায় কি ধরনের পরিকাঠামো, কাঁচামাল, যোগাযোগ ব্যবস্থা রয়েছে সবকিছুই খতিয়ে দেখা হয়েছে। এই সকল বিষয় খতিয়ে দেখার পাশাপাশি রাজ্য সরকারগুলির সঙ্গে কথা বলা হয়েছে। কেননা শিল্পনগরী তৈরি করতে হলে প্রয়োজন জমি আর সেই প্রয়োজনীয় জমির জন্য জমি অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে হবে রাজ্য সরকারগুলিকে। এক্ষেত্রে যে ১২টি নতুন শিল্পনগরী তৈরি করা হচ্ছে তার মধ্যে একটিও নেই বাংলায়।

যে সকল রাজ্যে এমন শিল্পনগরী তৈরি করা হবে সেই সকল রাজ্য এবং এলাকাগুলি হল অন্ধ্রপ্রদেশের ওরভাকাল ও কোপ্পারতি, রাজস্থানের যোধপুর পালিত, উত্তরাখণ্ডের খুরপিয়া, পাঞ্জাবের রাজপুরা পাটিয়ালা, কেরলের পালাক্কাড, উত্তরপ্রদেশের আগ্রা ও প্রয়াগরাজ, বিহারের গয়া, মহারাষ্ট্রের দিঘী, তেলেঙ্গানার জাহিরাবাদে।

Advertisements