Electric Mobility Promotion Scheme: ইলেকট্রিক গাড়ি কিনলে ৫০ হাজার টাকা ছাড়! সুবিধা দেবে কেন্দ্র

Antara Nag

Published on:

Advertisements

The Central Government has announced the Electric Mobility Promotion Scheme on EVs: দেশব্যাপী ব্যাটারী চালিত গাড়ির প্রতি মানুষের উৎসাহ বাড়ানোর জন্য অবাক করা নতুন এক স্কিমের (Electric Mobility Promotion Scheme) ঘোষণা করেছে মোদি সরকার। আগামী চার মাসের মধ্যে ইলেকট্রিক গাড়ি কিনলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন আপনিও। এপ্রিল থেকে জুলাই এই চার মাস এই প্রকল্প চালু থাকবে বলে জানা গেছে। এই প্রকল্পের জন্য মোট ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে ভারী শিল্প মন্ত্রণালয়। ই ট্রান্সপোর্ট প্রমোশন স্কিমের আওতায় এই সুবিধা পাওয়া যাবে। এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ ও ইলেকট্রিক গাড়ি প্রস্তুত কারী সংস্থা উভয়েই।

Advertisements

কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডে জানিয়েছেন ২০২৪ এর এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত দুচাকা বা তিন চাকার ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে আলাদা আলাদা ছাড় পাওয়া যাবে। ইলেকট্রিক স্কুটার বা বাইক কিনলে পেতে পারেন ১০০০০ টাকা অব্দি অনুদান। ছোট তিন চাকার ইলেকট্রনিক রিক্সা বা ওই জাতীয় গাড়ি কেনার ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা অব্দি অনুদান পেতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা অনুদান মিলিয়ে সর্বোচ্চ প্রায় ৫০০০০ টাকা অব্দি অনুদান পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। এর ফলে উপকৃত হবে কয়েক লাখ টু হুইলার ও প্রায় ৪১০০০ থ্রি হুইলার গাড়ি।

Advertisements

ভারতে ইলেকট্রিক গাড়ির প্রচার, পসার ও বিকাশের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রুবকি ও ভারী শিল্প মন্ত্রণালয় একত্রে হাত মিলিয়েছে। প্রজেক্ট এর জন্য বরাদ্দ মোট অর্থের পরিমাণ ২৪.৬ কোটি টাকা এর মধ্যে ১৯.৩৭ কোটি টাকা দেবে সরকার ও বাকি টাকা দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রুবকি। ফেম ২ প্রকল্পের আওতায় এই আর্থিক অনুদান পাওয়া যাবে। মূলত ইলেকট্রনিক গাড়ি উদ্ভাবনের দিকেই নজর দেবে এই প্রকল্প (Electric Mobility Promotion Scheme)।

Advertisements

আরও পড়ুন ? Adani Group: ইলেকট্রিক গাড়ি চার্জ করার চিন্তা দূর! কয়েকশ চার্জিং স্টেশন গড়তে চলেছে রাজ্য

ভারতে এই মুহূর্তে ইলেকট্রনিক গাড়ি ব্যবহারের গ্রাফ রাজ্যগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বেশ কয়েকটি রাজ্যে বিক্রির পরিমাণও বেড়েছে। পরিবেশ দূষণ, পেট্রোলের খরচ ইত্যাদির কথা মাথায় রেখে ইলেকট্রনিক্স স্কুটার বা তিন চাকার গাড়ি কে বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। আগামী দিনেও যাতে এই চাহিদা বজায় থাকে সেই জন্যই নতুন এই প্রকল্পটি (Electric Mobility Promotion Scheme) নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পে (Electric Mobility Promotion Scheme) আর্থিক সাহায্য পাওয়া গেলেও তা আপনার রাজ্যে প্রযোজ্য কিনা সেই বিষয়ে খতিয়ে দেখে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ, এখনো বহু গাড়ির দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। দেশে ইলেকট্রনিক্স দুই চাকা বা তিন চাকার গাড়ি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সরকারের আনা নতুন এই প্রকল্প মানুষের মনে ইলেকট্রনিক গাড়ির ব্যাপারে চাহিদা ও উৎসাহ দুটোই বৃদ্ধি করতে সফল হবে বলেও মনে করছেন তাঁরা।

Advertisements