Angel Tax: অ্যাঞ্জেল ট্যাক্সের পাট চুকিয়ে দিল কেন্দ্র, কাদের উপকারে লাগবে এমন সিদ্ধান্ত

Prosun Kanti Das

Published on:

Advertisements

প্রসূন কান্তি দাসঃ গত মঙ্গলবার মোদী সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। এই বাজেটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার গুরুত্বপূর্ণ ঘোষণাগুলির মধ্যে অ্যাঞ্জেল ট্যাক্স (Angel Tax) হল অন্যতম। তবে কেন্দ্র অ্যাঞ্জেল ট্যাক্সের পাট চুকিয়ে দিল চিরতরে, কিন্তু এই সিদ্ধান্তে আসলে কাদের উপকার হবে জানেন কি? অর্থমন্ত্রীর এই ঘোষণার ফলে দেশের স্টার্ট আপ কোম্পানিগুলোর মধ্যে খুশির হাওয়া বয়ে গেছে। সেদিন বাজেটে কি ঘোষনা করেছিলেন অর্থমন্ত্রী? ভারতের স্টার্ট আপ কোম্পানিগুলো ইকো-সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করতে সাহায্য করে। অ্যাঞ্জেল ট্যাক্স পুরোপুরি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার।

Advertisements

আসলে কি এই অ্যাঞ্জেল ট্যাক্স (Angel Tax)? এই অ্যাঞ্জেল ট্যাক্স কিন্তু কোনও ট্যাক্স ইনসেনটিভ নয়। আয়কর আইন, ১৯৬১-এর 56(2)(viib) ধারা অনুযায়ী স্টার্ট আপ কোম্পানিগুলোকে বিশেষ অবস্থায় কর দিতে হত। যদি তারা বাইরে থেকে বিনিয়োগ পায়, সেই বিনিয়োগকে বলা হতো ‘রোজগারের উৎস’। সেই বিনিয়োগের উপর প্রায় ৩১ শতাংশ কর ধার্য করা হত। এটি আসলে অ্যাঞ্জেল ট্যাক্স। ২০১২ সালে আর্থিক তছরুপ আটকানোর উদ্দেশ্যেই এই ট্যাক্স চালু করা হয়।

Advertisements

যারা স্টার্ট আপ সংস্থা খোলেন এবং সেই সংস্থার মূল্য যদি ১ কোটি টাকা হয়। আবার ওই সংস্থার শেয়ারে কেউ যদি দেড় কোটি টাকা বিনিয়োগ করেন তাহলে ৫০ লক্ষ টাকার উপর অ্যাঞ্জেল ট্যাক্স (Angel Tax) দিতে হবে। স্টার্ট আপ সংস্থার ক্ষেত্রে সত্যি এটি চিন্তার বিষয় হয়ে উঠেছিল। কেন্দ্রীয় সরকারের বাজেটে মিলল এই সমস্যার সমাধানের উপায়।

Advertisements

আরও পড়ুন ? Income Tax Return Penalty: সময়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হচ্ছে না, দিতে হবে এত এত টাকা জরিমানা

অ্যাঞ্জেল ট্যাক্স (Angel Tax)ছিল স্টার্ট আপ সংস্থা এবং উদ্যোগপতিদের মধ্যে অসন্তোষ এর মূল কারণ। স্টার্ট আপ কোম্পানিগুলো এরফলে খুবই বিপদে পড়েছিল। স্টার্ট আপ কোম্পানিগুলোকে যে অঙ্কের উপর কর দিতে হত, সেটা নিয়ে আয়কর দফতরের সঙ্গে মতানৈক্য তৈরি হচ্ছিল। উদ্যোগপতিরা এই বিষয়ে অভিযোগ করেছেন যে আয়কর বিভাগের তরফে এই করের মূল্যায়ন যেভাবে করা হয় তাতে সমস্যা এটি বৃদ্ধি পাবে। সর্বদাই স্টার্ট আপ সংস্থাগুলি বিভিন্ন ব্যক্তি বা সংস্থার থেকে বিনিয়োগ পেতে চায়। কোনো নতুন সংস্থা বিনিয়োগ পেলে তার বৃদ্ধি ত্বরাণ্বিত হয়। স্টার্ট আপের সাফল্যের মূল মাধ্যম হলো বিনিয়োগ। অ্যাঞ্জেল ট্যাক্স এতদিন ধরে বাধার সৃষ্টি করছিল। তাই আঞ্জেল ট্যাক্স প্রত্যাহার করাতে খুশি স্টার্টআপরা।

চলতি বছরের এই পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য ছিল ভারতকে আত্মনির্ভরভাবে গড়ে তোলা। আত্মনির্ভর ভারত গড়ার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশে প্রয়োজন প্রচুর পরিমাণে স্টার্টআপ কোম্পানি তৈরি হওয়া। অ্যাঞ্জেল ট্যাক্স এতদিন এই পথের প্রধান কাটা ছিল। কিন্তু নির্মলা সীতারামনের বাজেটে ঘোষণার পর এই বাধা আর রইল না। স্টার্ট আপ অ্যান্ড অ্যালায়েন্সের অ্যাসোসিয়েট ডিরেক্টর প্রতীক জৈন কি বলেছেন এই বিষয়ে? অ্যাঞ্জেল ট্যাক্সের অবলুপ্তি ভারতের ব্যবসায়ী মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এবার থেকে স্টার্টআপ কোম্পানিগুলো নির্দ্বিধায় তাদের কাজ করতে পারবে।

Advertisements