সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নতুন করে লকডাউনের সূচি, জল্পনায় মুখ খুললো PIB

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেখতে দেখতে আক্রান্তের সংখ্যা ৪৮ লক্ষের গণ্ডি টপকে গেল। আর এমতো অবস্থায় যখন দেশের প্রতিটি মানুষ এই ভাইরাস থেকে নিস্তার পেতে চাইছেন তখন সোশ্যাল মিডিয়ায় একটি ঘুরে বেড়ানো নির্দেশিকা থেকে শুরু হয়েছে জল্পনা।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো নির্দেশিকাটি হল নতুন করে লকডাউন নিয়ে। ঘুরে বেড়ানো ওই নির্দেশিকায় বলা হচ্ছে “ভারত সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি নতুন করে আবার লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই লকডাউন জারি হবে ২৫ শে সেপ্টেম্বর থেকে। আর এই লকডাউন চলবে টানা ৪৬ দিন।”

Advertisements

কিন্তু এই নির্দেশিকা কি সত্যি? সত্যিই কি কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন করে লকডাউন জারি করার বিষয়ে এমনটা জানানো হয়েছে? এই সব নিয়েই দিন কয়েক ধরে জল্পনার শুরু হয়েছে দেশজুড়ে। আর সেই জল্পনার অবসান ঘটাতে অবশেষে মুখ খুলতে হলো PIB ফ্যাক্ট চেককে।

Advertisements

PIB ফ্যাক্ট চেক সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এই নির্দেশিকা নিয়ে শনিবার স্পষ্ট করে জানিয়েছে, সম্পূর্ণটাই গুজব। কেউবা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের প্যাড জাল করে এমন নির্দেশিকা ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাম্প্রতিককালে এমন কোন এমন নির্দেশিকা দেওয়া হয়নি সরকারের তরফ থেকে।

দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মার্চ মাসে কেন্দ্র সরকারের তরফ থেকে লকডাউন জারি করা হয়েছিল। তবে সেই লকডাউন পর্যায় শেষে এখন দেশজুড়ে শুরু হয়েছে আনলক পর্যায়। আর এই আনলক পর্যায় চলাকালীন দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। আর এমত অবস্থাতেই সোশ্যাল মিডিয়ায় এই গুজব নির্দেশিকা ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষদের মধ্যে নতুন করে লকডাউন নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছিল। যদিও সেই নির্দেশিকা গুজব বলে জানিয়ে দিলো কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থা PIB ফ্যাক্ট চেক।

Advertisements