School Students: ব্যাগ ছাড়া স্কুল, কেন্দ্রীয় সরকারের অভূতপূর্ব উদ্যোগে পড়ুয়াদের স্ট্রেসমুক্ত শিক্ষার নতুন দিগন্ত

Prosun Kanti Das

Published on:

Advertisements

School Students: ভারতের শিক্ষা ব্যবস্থায় নতুন এক অধ্যায়ের সূচনা করেছে কেন্দ্রীয় সরকার। স্কুলপড়ুয়াদের (School Students) শারীরিক ও মানসিক চাপ কমাতে এবার বছরে দশ দিন ব্যাগ ছাড়া স্কুলে যাওয়ার নির্দেশনা এসেছে। ‘ব্যাগহীন দিন’ হিসেবে পরিচিত এই বিশেষ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন ভাবে স্কুলে সময় কাটবে — এবার বইয়ের চাপ ছেড়ে, শুধু আনন্দের মাধ্যমে। এই অভিনব পরিকল্পনায় ক্লাস এইট পর্যন্ত পড়ুয়াদের জন্য থাকছে ব্যাগ ছাড়া স্কুলের এক অন্যরকম অভিজ্ঞতা।

Advertisements

এই দশ দিনে বইয়ের বদলে স্কুলের পাঠ্যক্রম হবে কার্যকলাপভিত্তিক, যা শিক্ষার্থীদের (School Students) শিখতে দেবে নানা সৃজনশীলতার মাধ্যমে। কুইজ, চিত্রাঙ্কন, বক্তৃতা, এমনকি স্থানীয় শিল্পীদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবে তারা। এ ধরনের শিক্ষা পদ্ধতি শিশুদের মস্তিষ্কে সৃষ্টিশীলতার বিকাশ ঘটাবে। পাশাপাশি, ঐতিহাসিক স্থানে ঘুরে দেখা বা প্রকৃতির মধ্যে দিন কাটানোও তাদের শেখার একটি অংশ হবে। এতে শিক্ষার্থীরা শিখবে কীভাবে নতুন দৃষ্টিভঙ্গিতে জীবনকে উপলব্ধি করতে হয়। এই অভিজ্ঞতা শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবক এবং শিক্ষকদের কাছেও এক নতুন ধারণা নিয়ে আসবে।

Advertisements

ভারতের শিক্ষাবিদ ও চিকিৎসকরা দীর্ঘদিন ধরেই স্কুল ব্যাগের ভারী ওজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। অতিরিক্ত বইয়ের বোঝা শিশুদের ঘাড়, পিঠ এবং মেরুদণ্ডে ক্ষতি করছে, যা পরবর্তী সময়ে দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যার রূপ নিচ্ছে। সেই সঙ্গে মানসিক চাপের ফলে অনেক শিক্ষার্থী স্কুলে যেতে অনীহা প্রকাশ করছে। মনোবিজ্ঞানী নীলাঞ্জনা সান্যালের কথায় স্কুলের প্রতি ভালোবাসা জন্মানোর জন্য শিক্ষা ব্যবস্থায় মজা এবং সৃজনশীলতার প্রয়োজন। ভারী ব্যাগ শিশুমনের ওপর চাপ সৃষ্টি করে, যা পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কমিয়ে দেয়।

Advertisements

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার এই পরিকল্পনাকে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন শিক্ষার্থীদের স্ট্রেসমুক্ত রাখতে এবং আনন্দের সঙ্গে পড়াশোনা করানোর জন্যই এই দশ দিন ব্যাগহীন স্কুলের কথা বলা হয়েছে। এটি শিক্ষার্থীদের মানসিক ভারসাম্য উন্নত করতে সহায়ক হবে। ভবিষ্যতে এই দিনগুলো বাড়ানোর পরিকল্পনা নেওয়া হতে পারে, যদি এটি সফল হয়।

আরো পড়ুন: পাচার হওয়া প্রায় ২৯৭টি প্রাচীন সামগ্রী ফিরে আসলো ভারতের ঘরে, জানুন বিস্তারিত খবর

দেশের অনেক স্কুল ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাগের বোঝা কমানোর চেষ্টা করছে। যেমন কিছু স্কুলে নির্দিষ্ট দিনে ব্যাগ ছাড়া ক্লাস হয়, আবার কিছু স্কুলে শিক্ষার্থীদের (School Students) টেক্সটবুক কম আনার পরামর্শ দেওয়া হয়। ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলের ভাইস প্রিন্সিপাল প্রিয়দর্শিনী গুহ বলেন তাদের স্কুলে বছরে সাত-আট দিন ব্যাগ ছাড়া ক্লাস করা হয়, এবং ওনারা সবসময় শিক্ষার্থীদের টেক্সটবুক কম আনার পরামর্শ দেন, যাতে তাদের ব্যাগের ওজন কম হয়।

এই অভিনব পরিকল্পনা শুধু শিক্ষার্থীদের শারীরিক ভার লাঘব করবে না, বরং তাদের মধ্যে এক নতুন ধরনের শিক্ষার প্রতি আগ্রহ জাগাবে। আনন্দের মাধ্যমে শেখার এই অভিজ্ঞতা তাদের মস্তিষ্ককে উজ্জীবিত করবে এবং শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে, যা শুধুমাত্র পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং জীবনের বাস্তবতা ও সৃজনশীলতার জগতে তাদের প্রবেশ করাবে।

Advertisements