West Bengal High Speed Corridor: বাংলায় ১ কিমি রাস্তা বানাতে ৪৪ কোটি টাকা খরচ করবে কেন্দ্র, ভাগ্য খুলবে ৬ জেলার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেল নেটওয়ার্ক হোক অথবা সড়ক যোগাযোগ, দেশের প্রত্যেক এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সবদিকেরই উন্নতি হয়। যে কারণেই কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের বিভিন্ন এলাকায় রেল যোগাযোগ থেকে শুরু করে সড়ক যোগাযোগ আরো বাড়িয়ে তোলার কাজ চালাচ্ছে। ঠিক সেই রকমই এবার পশ্চিমবঙ্গে একটি হাইস্পিড করিডর (West Bengal High Speed Corridor) তৈরি হতে চলেছে।

Advertisements

পশ্চিমবঙ্গের নতুন যে হাইস্পিড করিডর তৈরি করার পরিকল্পনা বেশ কয়েক বছর আগে গ্রহণ করা হয়েছিল সেই পরিকল্পনায় সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার এমন অনুমোদনের পরিপ্রেক্ষিতে এখন ওই হাইস্পিড করিডর তৈরি হওয়া কেবল সময়ের অপেক্ষা। এই হাইস্পিড করিডরটি তৈরি হলে সরাসরি ভাগ্য খুলে যাবে পশ্চিমবঙ্গের ৬ জেলার। রাজ্যের উন্নয়ন তো হবেই।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে হাইস্পিড করিডর তৈরি করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটি হবে ৪ লেনের। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য সরকারের তরফ থেকে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোট ২৩১ কিলোমিটার হাইস্পিড করিডর তৈরি করা হবে আর যার জন্য বরাদ্দ করা হয়েছে ১০২৪৭ কোটি টাকা। হিসেব অনুযায়ী মাত্র ১ কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ করা হবে ৪৪ কোটি টাকার বেশি। হিসেব অনুযায়ী এক কিমি রাস্তার জন্য খরচ হবে ৪৪.৩৬ কোটি টাকা।

Advertisements

আরও পড়ুন ? Income Tax System: আয়কর বাঁচবে ১৭৫০০ টাকা, খেল দেখাবে নতুন আয়কর ব্যবস্থা

কেন্দ্র সরকারের তরফ থেকে বাংলার বুকে এমন হাইস্পিড চার লেনের করিডর তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে এই করিডর শুরু হওয়ার পর তা হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম হয়ে মুর্শিদাবাদে পৌঁছানোর পর মিশে যাবে ১২ নম্বর জাতীয় সড়কে। যে ১২ নম্বর জাতীয় সড়ক আবার শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। স্বাভাবিকভাবেই নতুন এই করিডর তৈরি হলে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থায় চলে আসবে যুগান্তকারী পরিবর্তন।

কেন্দ্র সরকারের তরফ থেকে আপাতত যা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে ২০২৮ সালের মধ্যে নতুন এই করিডর তৈরির কাজ শেষ করা হবে। এক্ষেত্রে এক কিলোমিটার রাস্তার জন্য ৪৪ কোটি টাকার বেশি খরচ বরাদ্দ রাজ্যের বাসিন্দাদের অবাক করে দিয়েছে। তবে এর পাশাপাশি তাদের প্রশ্ন, এর মধ্যে কত টাকা রাস্তার জন্য আর কত টাকা কাঠ মানির জন্য খরচ হবে?

Advertisements