The central government is giving government job opportunity in higher secondary: দ্বাদশ উত্তীর্ণ স্টুডেন্টদের জন্য রয়েছে দারুণ সুখবর। বিশেষ করে যারা সরকারি চাকরির (Government Job) খোঁজে রয়েছেন কেন্দ্র সরকার তাদের জন্য প্রকাশ করল এক চাকরির খবর। যার নাম আয়ুষ্মান মিত্র প্রকল্প। উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে এই চাকরিতে। বেতন মিলবে ১৫ থেকে ৩০ হাজার টাকা। কিভাবে আবেদন করতে হবে? কি কি লাগবে? আসুন এই চাকরির সম্পর্কিত সমস্ত বিবরণ জেনে নেওয়া যাক।
বর্তমানে সরকারি চাকরির (Government Job) অবস্থা তাতে করে দিন দিন বেকারত্বের হার বেড়েই চলেছে। সেদিক থেকে স্বস্তি দিতে আয়ুষ্মান মিত্র প্রকল্পে কর্মী নিয়োগের ঘোষণা করল কেন্দ্র সরকার। এই প্রকল্পের কাজ হল আয়ুষ্মান কার্ড তৈরি করা। পাশাপাশি যেসব পরিবারগুলি আর্থিক দিক থেকে কমজোরি এবং স্বাস্থ্য সুবিধা গ্রহণকারী সেইসব পরিবারগুলোকে সাহায্য করা এবং এই কাজ সম্পর্কে তাদেরকে অবগত করা।
প্রসঙ্গত ভারত সরকার জন আরোগ্য যোজনার অধীনস্থ ভারত সরকার আয়ুষ্মান মিত্র প্রকল্প তৈরি করে। যে প্রকল্পের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়। আর এই কাজটি করা হয় কমন সার্ভিস সেন্টারের অপারেটর এবং আয়ুষ্মান মিত্রের কর্মীদের দ্বারা। ফলেই এই প্রকল্পে নিযুক্ত হতে পারলে মাস গেলে পাওয়া যাবে ১৫ থেকে ৩০ হাজার টাকার বেতন। তবে সকলের জন্য এই চাকরিটি বৈধ নয়। কেবলমাত্র দ্বাদশ উত্তীর্ণ যুবকরা এই চাকরিতে আবেদন করতে পারেন।
কিভাবে আবেদন করবেন?
আরও পড়ুন ? WBSEDCL Recruitment 2024: মাসে মাসে মিলবে ৯০০০ টাকা, রাজ্য বিদ্যুৎ দফতরে চাকরির সুযোগ দিচ্ছে সরকার
- কেন্দ্র সরকারের দ্বারা প্রকাশিত আয়ুষ্মান মিত্র প্রকল্পে আবেদনের জন্য প্রথমে নাম রেজিস্টার এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে।
- এর জন্য প্রথমে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
- তারপর আয়ুষ্মান মিত্রের আবেদনপত্র অপশনে ক্লিক করতে হবে।
- এরপর স্ক্রিনে আসা পেজের মধ্যে নিজের সঠিক তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগইন করলে একটি নতুন আবেদন পত্রের পেজ ওপেন হবে।
- এরপর সেই আবেদন পত্রে নিজের সমস্ত তথ্য পূরণ করতে হবে। তার সাথে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
- সর্বশেষে আবেদন পত্রটি সাবমিট করে একটি প্রিন্ট আউট নিজের কাছে নিয়ে রাখতে হবে। তাহলেই আবেদন সম্পূর্ণ হবে।
আবেদনের জন্য যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলি হল
- যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক রেজাল্ট
- ইনকাম সার্টিফিকেট
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
- আধার কার্ড
- ভোটার কার্ড
- প্যান কার্ড
- পাসপোর্ট সাইজ ফটো
- ই-মেইল আইডি
- বৈধ মোবাইল নম্বর
- ব্যাঙ্ক পাসবুক