New Health Scheme: স্বাস্থ্য সাথী, আয়ুষ্মান ভারত অতীত! এবার কেন্দ্রের নতুন প্রকল্পে মিলবে পর পর নতুন সুবিধা

Antara Nag

Published on:

After Ayushman Bharat, this time the central government is going to bring a new health scheme: স্বাস্থ্যই সম্পদ। আর সুস্থ নাগরিক দেশের সম্পদ। তাই দেশবাসীকে সুস্থ রাখার দায়িত্ব সরকারের। দেশবাসীর একাধিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করাও সরকারের কর্তব্য। স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারই একাধিক প্রকল্পের প্রচলন করেছেন ইতিমধ্যে। এই সমস্ত প্রকল্পের সাহায্যে সাধারণ মানুষ স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী প্রকল্প এবং ভারতের আয়ুষ্মান ভারত প্রকল্প দুটোই অত্যন্ত জনপ্রিয় সারা দেশ জুড়ে। কিন্তু এখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন একটি স্বাস্থ্য প্রকল্প (New Health Scheme) চালু করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পটির নামকরণ করা হয়েছে, প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা (New Health Scheme)। ২০২১ সাল থেকে সারা ভারত জুড়ে এই প্রকল্পের প্রচলন শুরু হয়েছে। রাজ্যস্তর তথা জেলাস্তরে নাগরিকরা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন। সারা দেশ জুড়ে স্বাস্থ্য পরিষেবাকে আরো মজবুত ও উন্নত করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। আর তারই ফলস্বরূপ চালু করা হয়েছে নতুন এই স্বাস্থ্য প্রকল্প।

উদ্দেশ্য ও কাজ

প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনার মূল লক্ষ্য হলো সারা ভারত জুড়ে স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত ও শক্তিশালী করে গড়ে তোলা। নতুন এই প্রকল্পের (New Health Scheme) আওতায় স্বাস্থ্যকেন্দ্রিক একাধিক কাজকর্ম করা হয়ে থাকে। ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া এই প্রকল্পেরই আওতাভুক্ত। নতুন একটি অত্যাধুনিক হেলথ ইনফরমেশন পোর্টাল খোলারও চেষ্টা চলছে এই প্রকল্পের সাহায্যে। এছাড়া নগরাঞ্চল এমনকি গ্রামাঞ্চলের নতুন স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে চাইলে তাও সম্ভব হবে এই প্রকল্পের মাধ্যমে।

পরিকল্পনা

ভারতের একাংশে হয়তো স্বাস্থ্যপরিসেবা অত্যন্ত ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখনো পর্যন্ত তা তেমনভাবে উন্নত নয়। বিশেষ করে গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিশেবার অবস্থা খুবই আশঙ্কাজনক। এখনো গ্রামের বহু মানুষকে ভালো চিকিৎসার জন্য অনেক দূরের পথ পেরিয়ে আসতে হয় শহরে। কিছু ক্ষেত্রে শহর ছাড়িয়ে অন্য রাজ্যেও যেতে হয় সাধারণ মানুষকে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার এই পরিস্থিতি পরিবর্তন করতে নতুন এই স্বাস্থ্য প্রকল্পটি (New Health Scheme) চালু করেছে কেন্দ্রীয় সরকার। সর্বভারতীয়স্তরে প্রতিটা ব্লক, জেলা প্রভৃতি জায়গায় ল্যাবরেটরি ও আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্য নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে প্রকল্পের মাধ্যমে। যার দ্বারা উপকৃত হবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন 👉 Bank Locker: কোন ব্যাঙ্কে লকার নিলে খরচ পড়বে কম, দেখে নিন হিসেব-নিকেশ

সুযোগ ও সুবিধা

এই প্রকল্পের (New Health Scheme) মাধ্যমে সাধারণ মানুষ যে সমস্ত সুবিধা ভোগ করবেন তা হলো–

  1. কম সময়ে রোগ নির্ণয় করা সম্ভব হবে।
  2. সুচিকিৎসা ব্যবস্থা প্রদান করা হবে গ্রাম্যস্তরেও।
  3. ভারতের যেকোন এলাকায় যে কোন জরুরি অবস্থা মোকাবিলা করতে সমস্যায় পড়তে হবে না রোগী বা তার পরিবারের সদস্যদের।
  4. প্রতিটি সরকারি হাসপাতালের পরিকাঠামোকে উন্নত করা এবং তার উপযুক্ত ব্যবহার করা।
  5. স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপরে যত্নশীল হওয়া।
  6. মেডিকেল কলেজের পরিষেবা বন্টনের ক্ষেত্রে অসমতা দূর করা।
পদক্ষেপ

ভারতবর্ষে এই মুহূর্তে ১৭৭৪৪ টি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিষেবা আর উন্নত করতে, একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনার (New Health Scheme) মাধ্যমে। স্বাস্থ্য কেন্দ্র উন্নতির স্বার্থে নেওয়া পদক্ষেপ গুলি হল–

  1. সারা দেশের ১০ টি রাজ্যে অবস্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির উন্নতি কল্পে কাজ করবে এই প্রকল্প।
  2. যে সমস্ত জেলায় স্থানীয় বাসিন্দাদের সংখ্যা ৫ লাখ অতিক্রম করে গেছে, সেখানকার হাসপাতালগুলিতে আনা হবে নতুন প্রযুক্তি। চালু করা হবে “ক্রিটিক্যাল কেয়ার ব্লক” ইউনিট।
  3. এছাড়া সারা ভারত জুড়ে শহরাঞ্চল গুলিতে আরও প্রায় ১১ হাজার নতুন স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে।
  4. এই প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করতে গেলে ভারতীয় নাগরিক হলেই চলবে। প্রতিটি ভারতীয় কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারবে।