Discount on EV: গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে আরো সহজে, স্কুটি থেকে চারচাকার দাম কমাতে নয়া পদক্ষেপ নিল কেন্দ্র

Prosun Kanti Das

Published on:

Central government is going to give discount on EV cars: গাড়ি প্রেমীদের জন্য দারুন খবর। বিশেষত যারা বৈদ্যুতিক গাড়ির প্রতি আকর্ষণ দেখাচ্ছেন তাদের জন্য অত্যন্ত সুখবর। এবার গাড়ি কেনার সময় পাওয়া যাবে অতিরিক্ত ছাড়। তবে শুধু স্কুটি নয়, স্কুটি থেকে শুরু করে চারচাকা পর্যন্ত যে গাড়ি কিনুন না কেন পাওয়া যাবে বিশেষ ছাড় (Discount on EV) অথবা ভর্তুকি। কিভাবে? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

বর্তমানে যে হারে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে তাতে করে বেশিরভাগ গাড়ি লাভাররা বৈদ্যুতিক গাড়ির দিকেই ঝুঁকছেন। আর সেই বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রেই এক বিশেষ ছাড়ের প্রকল্প চালু করল কেন্দ্র। যে প্রকল্পের মাধ্যমে গাড়ি ক্রেতা যে গাড়ি কিনবেন সেই গাড়ির উপর পাবেন বিশেষ ছাড়। তবে অবশ্যই সেই গাড়ি হতে হবে ব্যাটারী চালিত বা বৈদ্যুতিক। তবেই পাওয়া যাবে এই বিশেষ ছাড় (Discount on EV) বা ভর্তুকি। কি সেই প্রকল্পের নাম? সেখানে কিভাবেই বা আবেদন করা যাবে? কোন গাড়ির ক্ষেত্রে কত টাকাই বা ছাড় পাওয়া যাবে? রইল বিস্তারিত বিবরণ।

কেন্দ্র সরকার তরফে প্রকাশিত হওয়া এই প্রকল্পের নাম ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম। ভারত শিল্প মন্ত্রণালয়ের তরফ থেকে এই স্কিমে বিশেষ ডিসকাউন্ট বা ভর্তুকির জন্য ৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। যা মূলত ব্যাটারিচালিত গাড়ি কেনার ক্ষেত্রেই এই সুযোগ মিলবে। যে স্কিমের আওতায় গাড়ি ক্রেতারা বিভিন্ন গাড়ির উপর পাবেন বিশেষ ডিসকাউন্ট। তবে এক্ষেত্রে বিভিন্ন গাড়ি অনুযায়ী ডিসকাউন্ট বিভিন্ন রয়েছে। যেমন দু চাকা গাড়ির যা ডিসকাউন্ট ৩ চাকা গাড়ির ডিস্কাউন্ট তার থেকে বেশি।

আরও পড়ুন 👉 Petrol-Diesel Cars: পেট্রোল-ডিজেল গাড়ির দিন শেষ করবে কেন্দ্র! সামনে এলো বড় পরিকল্পনা

তবে কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত এই বিশেষ অফার দীর্ঘদিনের নয়, আগামী ৩১শে জুলাই পর্যন্তই এই অফার প্রযোজ্য থাকবে। তবে এই সুবিধা নিতে ক্রেতাদের যানবাহন সংস্থাগুলিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তবেই পাওয়া যাবে সাবসিডি। পাশাপাশি গাড়ি কেনার জন্য যেসব নথিপত্র লাগে সেগুলোও সাথে করে নিয়ে যেতে হবে। বিশেষত ইলেকট্রিক গাড়ির জ্বালানি খরচ যেমন কম তেমন পরিবেশবান্ধব। তাই ইলেকট্রিক গাড়ির প্রচলন করে পরিবেশ দূষণ কম করতে এই বিশেষ উদ্যোগ কেন্দ্র সরকারের। কিন্তু কোন গাড়ির ক্ষেত্রে কত ডিসকাউন্ট দিচ্ছে? চলুন দেখে নেওয়া যাক তালিকা।

দু চাকা:- এই স্কিমের আওতায় দু চাকার গাড়ি অর্থাৎ বাইক বা স্কুটি কেনার ক্ষেত্রে ডিসকাউন্ট পাওয়া যাবে ১০,০০০ টাকা (Discount on EV)।

তিন চাকা:- কোনো ব্যক্তি যদি ইলেকট্রিক রিক্সা বা টোটো কিনতে চান সেক্ষেত্রে ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিমের মাধ্যমে গাড়ির অ্যামাউন্টের উপর ছাড় পাওয়া যাবে ২৫ হাজার টাকা পর্যন্ত।

চার চাকা:- এই স্কিমের আওতায় কোনো ব্যক্তি যদি চার চাকা কেনেন সেক্ষেত্রে সেই ব্যক্তিকে ভর্তুকি দেওয়া হবে ১,৫০,০০০ লক্ষ টাকা পর্যন্ত। তবে উল্লেখ্য বিষয়, প্রথম ১০০০ জনই এই বিশেষ সুযোগ লাভ করতে পারবে।